একুশে গ্রন্থমেলায় মোহাম্মদ ইকবালের ‘ইস্কাপনের বউ’

 প্রকাশিত: ২০১৭-০২-০৯ ১০:৫৮:২৭

 আপডেট: ২০১৭-০২-০৯ ১২:৫০:১০

নিজস্ব প্রতিবেদক:

একুশে গ্রন্থমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে কবি মোহাম্মদ ইকবালের কাব্যগ্রন্থ ইস্কাপনের বউ।

কবি মোহাম্মদ ইকবালের জন্ম মৌলভীবাজার জেলায়। দীর্ঘদিন ধরে তিনি যুক্তরাজ্যের লন্ডনে বাস করছেন। তিনি দেশ বিদেশের বেশ কটি সাহিত্য, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। সিলেটের অগ্রণী তরুণ সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি।

তাঁর প্রকাশিত বইগুলো হচ্ছে স্রষ্টার শৈল্পিক হাত, নিরংশু ক্ষপায়, পংক্তিস্বজন (সম্মিলিত) এবং ইস্কাপনের বউ।

এদিকে, গত পাঁচ ফেব্রুয়ারি, রোববার পশ্চিম লন্ডনের নটিংহীল গেইটের বাংলাদেশ সেন্টারে ইস্কাপনের বউ কাব্যগ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়।

কবি তালুকদার রায়হানের সঞ্চলনায় গ্রন্থটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আলোচনা করেন কবি আতাউর রহমান মিলাদ।

অনুষ্ঠানে আলোচনায় আরও অংশ নেন বিশিষ্ট কলাম লেখক ও কবি গোলাম কবির, কবি আবু মকসুদ, কবি এম মোসাইদ খান, কবি একেএম আব্দুল্লাহ, কবি ইকবাল বাহার সোহেল, কবি মোহাম্মদ মুহিদ, নাট্যকার কবি মুজিবুল হক মণি, কাব্য ও সাহিত্য সমালোচক কবি সৈয়দ রুম্মান, কবি সাগর রহমান, কবি উদয় সংকর দুর্জয়, কবি গীতিকার আহমদ হেসেইন বাবলু, মিডিয়া ব্যক্তিত্ব মিজবাহ জামাল, কলাম লেখক এনায়েত সারওয়ার, লাইম হাউস প্রজেক্ট এর পরিচালক ফরিদা ইয়াসমিন, জিবি নিউনের চেয়ারম্যান রাকিব রুহেল, ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুস সালাম, কবি তাসনিমা তাজ, সাহলিমা খান রওশনা মণি, আইনান প্রমুখ।

আপনার মন্তব্য