‘স্মৃতির পালে লাগলো হাওয়া’ গল্পগ্রন্থের মোড়ক উন্মোচন

 প্রকাশিত: ২০১৭-০২-১৯ ১৮:১২:১৬

সিলেটটুডে ডেস্ক:

একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে ডা. সৈয়দ সাখাওয়াত হোসেনের গল্পগ্রন্থ ‘স্মৃতির পালে লাগলো হাওয়া’।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) একুশে গ্রন্থমেলায় বইটির মোড়ক উন্মোচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ শাহাদাৎ হোসেন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত হয়ে বই প্রকাশে নিজেদের উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করেন রাষ্ট্রপতির সহযোগী চিকিৎসক লে. কর্নেল ডা. জায়েদুল হাসান, লেখকের স্ত্রী ড. লুৎফুন নাহার জেসমিন, সৈয়দা আতিয়া তাহসীন, সৈয়দ তানজীম মোবাররাত, ড. আজমেরী খান, মনজুর মূর্শেদ, আনোয়ারা চৌধুরী, রাইদা নওশীন মূর্শেদ, ফাইজা নওশিন মূর্শেদ, শামশাদ, নাজমুল, রফিক, মালেক. মাতীন, মাকসুদ, রচি, মোসাদ্দেক প্রমুখ।

প্রকাশনা অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করতে গিয়ে লেখক সৈয়দ সাখাওয়াত হোসেন বলেন, বইটি আমার স্মৃতি, অভিজ্ঞতার বহিঃপ্রকাশ মাত্র।

‘স্মৃতির পালে লাগলো হাওয়া’ বইটিতে মোট ১৩ টি গল্প রয়েছে। চৈতন্য প্রকাশনী থেকে বের হওয়া বইটির মূল্য রাখা হয়েছে ২০০ টাকা।

 

আপনার মন্তব্য