এবারের বইমেলা চলবে রাত ৯টা পর্যন্ত

 প্রকাশিত: ২০১৮-০১-৩০ ২১:৫৪:২২

ফাইল ছবি

নিউজ ডেস্ক:

এবারের বইমেলার রাত ৮টার পরিবার্তে রাত ৯ টা পর্যন্ত চলবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক ড. শামসুজ্জামান খান।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বাংলা একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

প্রতি বছরের মতো এবারো পুরো ফেবুয়ারি মাস জুড়ে চলবে এই বই মেলা। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে মেলা। এবারের বইমেলায় বাংলা একাডেমি এবং মেলায় অংশগ্রহণকারী অন্যান্য প্রতিষ্ঠান ২৫ শতাংশ কমিশনে বই বিক্রি করবে। তবে পেমেন্ট বিকাশে করলে অতিরিক্ত আরো ১০ শতাংশ কমিশন পাওয়া যাবে বলে জানান বিকাশের সিইও কামাল কাদের।

এবারের মেলায় যুক্তরাজ্য, ক্যামেরুন, মিশর ও সুইডেনের বিশেষ অতিথিরা উপস্থিত থাকবেন বলেও জানান বাংলা একাডেমির মহাপরিচালক।

ড. শামসুজ্জামান খান আরো জানান, এবছর মেলায় ৯২টি প্রতিষ্ঠানকে ১৩৬টি এবং সোহরাওয়ার্দী উদ্যানের অংশে ৩৬৩টি প্রতিষ্ঠানকে ৫৮৩টি ইউনিটে বিভক্ত করা হয়েছে। ২৪টি প্রকাশনা প্রতিষ্ঠানকে ২৪টি প্যাভিলিয়ন বরাদ্ধ দেয়া হয়েছে। লিটল ম্যাগাজিন চত্বরে ১৩৬টি স্টল বরাদ্দ দেয়া হয়। এছাড়া এইবছর ১৪১টি নতুন ও পুনঃমুদ্রিত বই আনছে বাংলা একাডেমি।

 

আপনার মন্তব্য