প্রকাশিত: ২০১৬-০২-২৬ ১৮:২১:৫৬
দেবব্রত চৌধুরী লিটন, বইমেলা থেকে:
প্রাণের মেলায় বাঁধভাঙা উচ্ছ্বাসে বিদায়ের সুর অমর একুশের বইমেলা শেষ হতে বাকি রয়েছে ৩দিন। কর্মব্যস্ত নগর জীবনে যারা আসতে পারেননি বাংলা একাডেমীর বইমেলায় শুক্রবার তাদের উপস্থিতি ছিল লক্ষনীয়।
বুধবার কাদা জলে মাখামাখিতে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের কপালে চিন্তার ভাজ পড়লেও সময়ের পরিক্রমায় আজ কাটিয়ে উঠেছেন বেশিরভাগেই।
এজন্য বইমেলা কতৃপক্ষের প্রতিদিনের সময়সূচি বাড়ানোর কারণে ক্ষতি অনেকাংশেই পুরণ হবে বলে প্রকাশকরা মনে করছেন।
শুক্রবার বিকেলে মেলায় উপস্থিত দর্শানার্থীদের বেশিরভাগেরই হাতে ছিল বই ভর্তি ব্যাগ। শুধু ঢাকার পাঠকরাই নয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে শেষ মুহুর্তে বইমেলায় ছুটে এসেছেন বিপুলসংখ্যক বইপ্রেমী পাঠকরা।
নজরুল মঞ্চ ও সোহরাওয়ার্দী উদ্ধানের মঞ্চে নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয় বেশ কিছু বইয়ের।
আপনার মন্তব্য