বইমেলায় বেরিয়েছে মাইস্নাম রাজেশ অনুদিত কাব্যগ্রন্থ ‘স্বর্ণকমল’

 প্রকাশিত: ২০১৭-০২-১৫ ১৯:৩৪:২৪

 আপডেট: ২০১৭-০২-১৫ ১৯:৩৬:৪২

সিলেটটুডে ডেস্ক:

চলতি একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কবি মাইস্নাম রাজেশ অনুদিত কাব্যগ্রন্থ ‘স্বর্ণকমল’।

বিশ্বনাট্যাঙ্গনের জীবন্ত কিংবদন্তি রতন থিয়ামের কাব্যগ্রন্থ ‘সনাগী থাম্বাল’ এর মোট ৫৮টি কবিতা মূল মণিপুরী থেকে বাংলায় অনুবাদ করেছেন তিনি।

বইটি প্রকাশ করেছেন তিউড়ি প্রকাশন ঢাকা। ৮০ পৃষ্ঠার বইটির মূল্য ১৭৫ টাকা। মেলায় বইটি পাওয়া যাবে লিটলম্যাগ চত্বরের ৩৯ নং স্টল চিবিমা’তে।

রতন থিয়াম ভারতের পদ্মশ্রী পদকে ভূষিত ব্যক্তিত্ব।

 

আপনার মন্তব্য