প্রকাশিত: ২০১৮-০২-১৫ ২৩:১৯:২৫
আপডেট: ২০১৮-০২-১৬ ০০:০৩:০৫
সিলেটটুডে ডেস্ক:
অমর একুশে গ্রন্থমেলায় নিজের লেখা নতুন আরও ৪টি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এমপি। এনিয়ে এবারের মেলায় এ পর্যন্ত এরশাদের ৮টি বই বেরিয়েছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) একুশে বইমেলায় আকাশ প্রকাশনী গ্রন্থাগারে তিনি বইগুলোর মোড়ক উন্মোচন করেন।
বইগুলো হচ্ছে একুশের কবিতা, যে কবিতা সুর পেল, জীবন যখন যেমন ও এক আকাশে সাত তারা।
এরআগে বুধবার এরশাদের আরও চারটি বই প্রকাশিত হয়। বইগুলো হচ্ছে হে আমার দেশ, ঈদের কবিতা, বৈশাখের কবিতা ও প্রেমের কবিতা। বইগুলো পাওয়া যাচ্ছে মেলার ৩৭২-৩৭৪ নং প্যাভিলিয়নে।
এ ছাড়া দু-একদিনের মধ্যে এরশাদের প্রবন্ধগ্রন্থ ‘যা ভেবেছি, যা বলেছি’ প্রকাশিত হবে বলে জানা গেছে।
এ সময় এরশাদের সঙ্গে ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, মশিউর রহমান রাঙ্গা এমপি, সুনীল শুভরায়, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতার সমিতির সাবেক সভাপতি আলমগীর সিকদার লোটন প্রমুখ।
এবইগুলো সহ এ পর্যন্ত এরশাদের ২৭টি বই প্রকাশিত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও চেয়ারম্যানের প্রেস সচিব সুনীল শুভ রায়। বইগুলোর মধ্যে চারটি গদ্যগ্রন্থ, আর বাকিগুলো কবিতার।
আপনার মন্তব্য