প্রকাশিত: ২০১৯-০১-২৩ ২২:৪৬:৩৪
সংবাদ বিজ্ঞপ্তি:
চুনারুঘাট সাংবাদিক ফোরামের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা দিলেন চুনারুঘাট পৌরসভা চেয়ারম্যান। বুধবার (২৩ জানুয়ারি) বেলা ১২টায় পৌর ভবনে আয়োজিত অনুষ্ঠানে মেয়র মো. নাজিম উদ্দিন সামছু উক্ত সংবর্ধনা প্রদান করেন।
এ উপলক্ষে আলোচনা সভায় চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন এর সভাপতিত্বে ও পৌরসভার অফিস সহকারী আবু তাহেরের পরিচালনায় এতে বক্তব্য রাখেন- পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি আঃ রাজ্জাক রাজু, সহ-সভাপতি আব্দুল হাই প্রিন্স, সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, ব্যবসায়ী নেতা সাজিদুল ইসলাম প্রমুখ।
এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন-পৌরসভার কাউন্সিলর লাল মিয়া, পৌরসভার সচিব মোবারক হোসেন, ইঞ্জিনিয়ার কাজী আবু ওবায়েদ, একাউন্স অফিসার ছিদ্দিক আলী, এমকে ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক জালাল আহমেদ, সাংবাদিক ফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজিরুজ্জামান শিফন, দপ্তর সম্পাদক কাজী মিজান, সদস্য মোতাব্বির হোসেন কাজল, শেখ মো. হারুনুর রশিদ, শাহজাহান জলি, লিটন মুন্ডা সহ আরও অনেকই।
সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র নাজিম উদ্দিন বলেন-সাংবাদিকরা হলেন জাতির আয়না। আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ দেশ ও জাতির সামনে তুলে ধরবেন।
আপনার মন্তব্য