প্রকাশিত: ২০২০-০২-০৩ ২১:৫৯:৩৬
আপডেট: ২০২০-০২-০৩ ২২:০০:৪৫
রিপন দে:
জল আর মাটির সম্পর্ক সেই প্রথম থেকে। তার পরেই না আমাদের কথা আসে। কিন্তু আমরা আমাদের কথা বলি। জল- মাটি- সবুজের গল্প বলতে যাই ক'জন। চিনতেই বা যাচ্ছি কে, কারা?
গল্পকার শিপা সুলতানা সুদূর বিলেতে বসে ঠিকই বয়ে চলেছেন তার সিলেটের মাটির গন্ধ। তার চোখে নাবতলার জল- যেখানে মাঘাইমা পাহাড়ে হেলান দিয়েছে আকাশ।
একুশে গ্রন্থমেলায় এসেছে ভিন্নধারার গল্পকার শিপা সুলতানার বই ‘পালকের ব্লাউজ’। বইটি প্রকাশ করেছে চন্দ্রবিন্দু প্রকাশন।
পাওয়া যাচ্ছে গ্রন্থমেলার ৬০৭ নম্বর স্টলে। এছাড়াও ঘরে বসে পেতে চাইলে রকমারিতে বইটি অর্ডার করতে পারেন।
আপনার মন্তব্য