প্রকাশিত: ২০২০-০২-০৭ ২৩:৩৭:২৫
রিপন দে:
দেড়শ বছর পরের ঢাকা কেমন হবে এনিয়ে সালাহ উদ্দিন শুভ্র’র সায়েন্স ফিকশন ‘আলোয় অন্ধ শহর’।
লেখক ও সাংবাদিক সালাহ উদ্দিন শুভ্র’র সায়েন্স ফিকশন ‘আলোয় অন্ধ শহর’ অমর একুশে গ্রন্থমেলার প্রথম দিন থেকেই পাওয়া যাচ্ছে বৈভবের ৭১৮ নাম্বার স্টলে। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। এছাড়া রকমারিতেও অনলাইনে পাওয়া যাবে।
বইটি নিয়ে সালাহ উদ্দিন শুভ্র বলেন, “বইটিতে দেড়শ বছর পরের ঢাকাকে পাওয়া যাবে। নিজের শহরকে চিত্রায়িত করতে পেরে আমি রোমাঞ্চিত।”
সায়েন্স ফিকশনটির প্লট সম্পর্কে তিনি বলেন, “কাহিনী হলো, ২০২০ সালে সড়ক দুর্ঘটনায় নিহত এক ব্যক্তি নিজেকে ফিরে পায় দেড়শ বছর পরের ঢাকায়। তবে অন্য এক ব্যক্তিশরীরে। এই অদ্ভুত ঘটনা কিভাবে ঘটল এবং দেড়শ বছর পরের ঢাকার সঙ্গে আমাদের সময়ের একজন মানুষের পরিচয় ঘটার বিস্ময়কর ঘটনাবলি নিয়ে এটি রচিত।”
এর আগে রহস্যধর্মী উপন্যাস ‘গায়ে গায়ে জ্বর’ লিখেছিলেন ২০১৪ সালে। ২০১৯ সালের বইমেলায় আসে তার দ্বিতীয় গল্পগ্রন্থ ‘মেয়েদের এমন হয়’। ২০১১ সালে প্রথম গল্পগ্রন্থ ‘মানবসঙ্গবিরল’ দিয়ে লেখালেখির জগতে পদচারণা সালাহ উদ্দিন শুভ্র’র।
আপনার মন্তব্য