প্রকাশিত: ২০২০-০২-১১ ০০:৪৫:৫৪
রেজা ঘটক:
সোমবার ছিল অমর একুশে গ্রন্থমেলার নবম দিন। বইমেলায় লোকসমাগম বেশ ভালোই ছিল। সেই তুলনায় বইয়ের খুব একটা বিক্রি নজরে পড়েনি। বইমেলায় সবাই আড্ডা দিতে যাচ্ছে। নতুন বই দেখতে যাচ্ছে। নিজেদের নতুন বইয়ের ঘ্রাণ নিতে যাচ্ছে। আজ আমার বইমেলায় একটু আর্লি যাওয়া হয়েছে।
আজ 'লেখক বলছি' মঞ্চে কথা বলেছেন কবি সৈয়দ তারিক, কবি ও নির্মাতা টোকন ঠাকুর ও কথাশিল্পী সাগুফতা শারমীন তানিয়া।
লিটলম্যাগ কর্নারে ছোটকাগজ করাতকল প্রকাশ করেছে দ্রষ্টব্য সম্পাদক কবি ও গল্পকার কামরুল হুদা পথিক এর গল্পের বই 'চাকার নিচে জীবন থেঁতলে যাচ্ছে' এবং কবি শাফি সমুদ্র'র তৃতীয় কাব্যগ্রন্থ 'মর্গে উপাসনা'। বই দু'টির প্রচ্ছদ করেছেন শিল্পী চারু পিন্টু। পাওয়া যাচ্ছে লিটল ম্যাগ চত্বরে দ্রষ্টব্য ও করাতকলের স্টলে। নওরোজ কিতাবিস্তান প্রকাশনী প্রকাশ করেছে কবি মাহমুদুল হাসান মাছুম-এর তৃতীয় কাব্যগ্রন্থ 'হিমঘরে পাখিসঙ্গ'।