প্রকাশিত: ২০২০-০২-১৫ ০০:১৬:১৭
নিজস্ব প্রতিবেদক:
উপন্যাসের মুল নায়ক কবির হোসেন। সময়ের ব্যবধানে কবিতা না লিখেও এখন কবি নামে পরিচিত হয়ে উঠেছে। কর্মহীন, ঠিকানাহীন একজন ভবঘুরে কবি। সে সবার সাথেই থাকে আবার কারো সাথেই থাকেনা। সবাই তার আপনজন আবার দিনশেষে সবার মতো সেও একা। যখন যেখানে যে অবস্থায়ই থাকুক তাতেই সে খুশি। তার কোনো চাওয়া পাওয়া নেই, হতাশা নেই। তবে ভাব আছে। সে মনে করে যার কিছু নেই তার ভাবই সম্বল। এছাড়া এও মনে করে নিজে শূন্য থেকেও মানুষের জন্য চাইলেই কিছু করা যায়, তাতে আনন্দ আছে এবং করেও দেখায়। তাই সে যা করে গোপনে রাখে, কাজের সুখের ভাগ কাউকে দেয়না, একাই উপভোগ করে।
লুৎফুর রহমান পাশার কবি সিকুয়েলের প্রথম উপন্যাস ‘কবির পকেটে লকেট ঘড়ি’। কবির এই উপন্যাসে কবির সাথে আরও জড়িয়ে আছে ধনীর দুলালী প্রিয়ভাষিণী, সিআইডি অফিসার রাজু আলাউদ্দিন, তার বন্ধু আসাদ, দোকানদার আয়নাল চাচাসহ অনেকেই। যে যার মতো থাকলেও দিনের কোনো না কোনো অংশে এক কাতারে এসে সবাই কবি হয়ে উঠে।
লুৎফুর রহমান পাশার প্রথম ‘উপন্যাস কাচ কাটা ভোর’ পরিচিত মহলে প্রশংসা কুড়িয়েছে। প্রচ্ছদ করেছেন আবু সাইদ আহমেদ। প্রকাশ করছে স্বরচিহ্ন প্রকাশনী।
২০২০ সালের অমর একুশে বইমেলায় উপন্যাসটি পরিবেশন করবে ‘বাংলাদেশ রাইটার্স গিল্ড’; স্টল নাম্বার ৪৮৪-৪৮৫।
আপনার মন্তব্য