এই হিসেব লিখে রাখছি

 প্রকাশিত: ২০২০-১২-০৫ ১৯:৫৮:৪৩

মাসুদ পারভেজ:

এই যে ভাঙছে থুরথুরে পলেস্তারার মতোন
খোসা ছেড়ে মাথাচাড়া দেওয়া পুরাণ
এই যে ছেড়েছুঁড়ে পালিয়ে যাওয়ার প্রাণপণ চেষ্টা
একদিন এই সবকিছু নিয়ে কথা হবে-
শোরগোলের মাতমে সেদিন গোলাপ সাক্ষী হিসেবে দাঁড়িয়ে যাবে

ভাঙাচোরা পথে যারা চলে সময়ের পৌনঃপুনিক সীমায়
তারা দ্রুতবেগে সাঁতরে কাটে
আঁকড়ে ধরার বিরামবিহীন সংলাপ শেষে
তারা স্বপ্নের ব্যাখ্যা দাঁড় করায়;
আমাদের জবানে কারা যেন সেলাই করে যায়

বিষণ্ণতার শেষে উদাস বিকেল
নকশীকাঁথা শরীরে মাখে
মনের ভেতর দম আটকে আসে কার যেন;
জিউল মাছের মতোন ফোঁপাতে থাকে সারারাত

তবুও যারা সকালের লোভ দেখায়
বিষণ্ণতার তাজারক্তে রঞ্জিত করে সময়ের পাজর
বুভুক্ষু মানুষের মতোন কাছে আসার বাহানায়;
বাহারি সাজে তাদের মানায়

আপনার মন্তব্য