বাঙলাদেশ

 প্রকাশিত: ২০২০-১২-১৬ ১০:৩৪:৫৪

মাসুদ পারভেজ:

রক্তবিধৌত আবরণে ফালি-ফালি সবুজ রাশি-
প্রাণে প্রাণের সংযোগে তুমি বিস্তৃত জনপদের হাসি
শোষণের দীর্ঘশ্বাস মাড়িয়ে লাখো মানুষের সংগ্রাম তুমি ঋদ্ধ প্রাণ তুমি জাগ্রত জনতা অবিরাম

তুমি কৈশোর না পেরোনো বাচ্চার দুরন্তপনার মুক্তির যুদ্ধ
তুমি তারামনবিবির সাহস তুমি সিতারা বেগম
তুমি আজম খানের দরাজগলায় রবি ঠাকুর
তুমি ফেরদৌসী প্রিয়ভাষিণীর কষ্ট তুমি নভেরার শিল্প

তুমি রমা মাসীর আত্মায় জমে থাকা দারুণ দুঃখ
তুমি শহিদ জননীর লড়াইয়ের সানাই
তুমি আলতাফ মাহমুদ, রক্তে রাঙানো একুশ
তুমি মাহবুবুল আলমের ফাঁসির দাবি, স্মৃতি অমলিন

তুমি মানুষের লড়াইয়ে অমানুষিক নির্যাতন কত
তুমি শত্রুপক্ষের পোড়ামাটি নীতির ক্ষত
তুমি লাখ-লাখ মানুষের লাল রক্ত
তুমি জীর্ণ বদনে ধারণ করা সোনার দুঃখ

তুমি শেখ মুজিবের রণহুংকার, মুক্তিতে স্বাধীনতা
চারনেতার প্রজ্ঞা
তুমি বীরদের তুমুল যুদ্ধ
আঁচল পেতে বরণ করা রুপালি দুঃখ

বাঙলাদেশ,
তুমি নজরুলের বিদ্রোহী কবিতা
সুকান্তের আঠারো
তুমি বেগম রোকেয়ার জেগে ওঠো নারী
তুমি সুফিয়া কামাল, জননী সাহসিনী

তুমি ত্রিশ লক্ষ শহিদ
দুই-চার লক্ষ মা-বোনের সম্ভ্রম
তুমি ঝিনুকের নীরবে সওয়া
তুমি অগণিত মা-বোনের তিলে-তিলে ক্ষয়ে যাওয়া

বাঙলাদেশ,
তুমি প্রথমত শেখ মুজিবের দুঃখী দেশ
আমাদের দীর্ঘ লড়াইয়ে অর্জিত প্রাণের স্বদেশ

আপনার মন্তব্য