
প্রকাশিত: ২০২১-০১-১৩ ২২:৩৮:১৬
মাসুদ পারভেজ:
আহত বৃষ্টির গোলাপ তোমার স্তনপুঞ্জে লুটিয়ে আসে
আমি সহাস্য ভঙ্গুর কাচ
নিজেকেই ক্ষত-বিক্ষত করি
সময়ের অগোচরে।
তুমি ভুলে থাকা সময়
অন্ধকারের নিমজ্জিত আলো
আমি প্রান্তসীমার অপেক্ষায় থাকা
সলিল সমাধি।
আমরা উভয়ই চুম্বনরত
ঘুরছে বসুন্ধরা
ফুটছে না ফুল
আহত গোলাপ নষ্টদের দৌরাত্ম্য;
ফুলের জীবন ঘুমিয়ে আছে আমাদের কোল ঘেঁষে।
আপনার মন্তব্য