নোনাজলকাব্য

হরিশংকর জলদাস, শ্রদ্ধাস্পদেষু

 প্রকাশিত: ২০২১-০১-২১ ০৪:৩৯:২৯

মাসুদ পারভেজ:

 

সমুদ্রের গভীরে নোনাজলের আদর-সোহাগে
জলের বুকচিঁরে আরও গভীরে আবাদ করে
জলশস্যের বহর নিয়ে ফিরেছে ডিঙি নৌকা

নোনাজলকাব্য টগবগিয়ে এনেছে রাঙাবহর
জেলের ঘাম আর শ্রমে মিশেছে মরামাছের শ্বাস
ছোট-বড় নৌকায় ভরপুর মাছ;
খাটাখাটুনিতে পেট ফুলে ফেঁপে ওঠে নৌ-মালিকের


দীর্ঘ লড়াই, নোনাজীবন আর অথৈজল
ভেদ করে এনেছে সোনালি প্রহর
ফুরোবে যাতনা, হবে অবসান যন্ত্রণার;
এইসব স্বপ্নের রঙ ফিকে হয়ে আসে সহসাই

তবুও স্বপ্ন অবিরাম
প্রাণান্তকর চেষ্টা আর লাগাতার যাত্রা
একদিন তারা ফিরবে সোনালিমাছেরডিম নিয়ে
বহদ্দার আর গাওহরের ব্যবধান ঘুচে যাবে
কাঁকনমালা খাড়াঙ বোঝাই মাছ নিয়ে
খাপছাড়া হতে-হতে ঘুরে দাঁড়িয়ে;
একদিন এইসব আভাস প্রাণ ফিরে পাবে বলে

আপনার মন্তব্য