শব্দের পুনঃপুন খেল

 প্রকাশিত: ২০২১-০২-২৬ ০৩:০১:৪১

মাসুদ পারভেজ:

শব্দের জট খুলে গ্যালে বিনির্মাণ
ঘোর কেটে গ্যালে মধুরেণসমাপয়েৎ
প্যাঁচ খুলে গ্যালে নিকট অতীত
ভীষণ রকমের বিহ্বলতায়;
পিছমোড়া করে বাঁধানো ভবিষ্যৎ-
আকুপাকু করে এগিয়ে আসে হাঁটু গেঁড়ে।

শব্দে-শব্দে এগোয় ধূসর নীলিমা
পোড়ামুখী সূর্যোদয়ের পরে ভারী অতীত
বর্তমানের মুখ থেকে বেরিয়ে আসে
লকলকে জিভ!

শব্দে-শব্দে আগামীর নৌকা
পাল তুলে যায় গভীর জলে
নানা স্মৃতি বিস্মৃত হয়ে গ্যালে
আমাদের বাস ঔজ্জ্বল্যের পারদ ছুঁয়ে দিয়ে।

তবুও শব্দ ঘোষণা করে যায় কালের কলস
বাহাসে জেতা মুখ নোনতা হয়ে আসে
ভারী সুন্দর দৃশ্যায়ন মঞ্চস্থ শ্যাষে
আমাদের সোনামুখ মুখরোচক হোক;
অভিমানী ভীষণ শব্দকোষে।

আপনার মন্তব্য