জন মহম্মদ-এর কবিতা: বিচারহীনতার ব-দ্বীপে

 প্রকাশিত: ২০১৫-১১-০৭ ১৫:৪৯:১০

 আপডেট: ২০১৫-১১-০৭ ১৬:০০:১৮

জন মহম্মদ:


এই বিচারহীনতার ব-দ্বীপে

কেন তুমি তোমারে আবার
পুনরুত্থিত করলে পিতা আপনার মাঝে
এতো লোভ কেন তোমার মৃত্যুতে
কেন বার বার রেখে যাও
নগ্ন পায়ের ছাপ মধু-মতির তীরে

এই আলোহীন অন্ধ ব-দ্বীপ আমার নয়
এই কালো কালো হিজাবের অন্ধ কূপে
প্রতিবিম্বিত মায়ের মুখ গুলো আমার নয়
যেই মাটির বেহুলা অপরাজেয় রয়
সেই মাটি কি করে মরুর তপ্ত বালি হয়
এই বেহুলা বিহীন বাংলা আমার নয়

এই ব-দ্বীপ
বাবরি দোলানো মহান পুরুষের নয়
এ দেশ অন্তরে মৃত কাপুরুষের দেশ
এদেশ তিতুমিরের নয়
কুমীরেরা এদেশ শাসন করে
সূর্য সেন আসেন না আর এদেশে
এদেশে কাপুরুষ লক্ষণ সেন ঘরে ঘরে
কোথাও আর প্রীতিলতা নেই
জনপদ জুড়ে নাচে ভূত আর ভগবানের ভীতি

যারা অন্তরে মৃত সকলে
জীবনকে ডিমের খোসা ভেবে
প্রাণপণ আগলে রাখে ব্যর্থ যত্ন দিয়ে

এই ব-দ্বীপ নয় আর গাছের ছায়ায় গাভীর পাশে
বাঁশি হাতে বাঁকা রাখাল বালকের
এ দেশ আজ কিম্ভূত কদাকার উটের হাঁটুর নিচে
ঘনায়মান সবুজ পাগড়ী পরা ছাগলের দেশ...


আপনার মন্তব্য