রুবাইয়াৎ-ই-মাসুদ-৪

 প্রকাশিত: ২০২১-১০-০৩ ১২:৩১:০৫

 আপডেট: ২০২১-১০-০৩ ১২:৩৪:১৭

মাসুদ পারভেজ:

২২
আমার ঔজ্জ্বল্য রুমি জানে, জানে খৈয়াম
হাফিজের দীক্ষায় হাল্লাজের সত্য ভেসে উঠে
হৃদয়ের অবিন্যস্ত দ্রোহে গালিব, তবু
আমার আশৈশব ভেসে বেড়ায় দুখু মিয়ার তরে

২৩
শরাবের পেয়ালায় সাকি ছুঁয়ে দিলে বিষের বাঁশি
আমায় ডেকো কুঞ্জবনে
তর-তর সাজানো বাগান আমার
এক নিমিষেই হবে শুনশান

২৪
যদি ম্যালে তোমার ওষ্ঠ
ছোঁয়াব ত্রিশূল
যদি ম্যালে জীবনের পয়গাম
মাসুদ, হবে হেসে হেসে খুন

২৫
প্রাচীন এক বটবৃক্ষের ছায়ায়
বুদ্ধের দ্যাখা পেলে
সুধাবো তাকে—
এক জীবনে এত বিতৃষ্ণা কোথা থেকে পেলে...

২৬
নির্বাণ লাভে আমার অসমর্থতায় ছুঁয়ে যায় জরা
নাতিশীতোষ্ণ জলে আমার বেলা হলো সারা
এত অবাধ্য কেন হলাম;
প্রভু, এ কোন তোমার লীলাখেলা?

২৭
বুদ্ধের মত ধ্যানমগ্ন হয়ে বিশুদ্ধ মননের গহীনে
ব্যোধিবৃক্ষতলে সারাজাহান তোলপাড় করে
এ জীবন সাঙ্গ হলে—
পরিনির্বাণ কত দূরে?

২৮
জন্মে পরাজিত হয় যদি জরা
হাজারো মুখোশ ছিঁড়ে
ফুলের জীবন কেন হলো সারা
অপবিত্রতা গায়ে মেখে?

রুবাইয়াৎ-ই-মাসুদ-১
রুবাইয়াৎ-ই-মাসুদ-২
রুবাইয়াৎ-ই-মাসুদ-৩

আপনার মন্তব্য