মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন আজ

 প্রকাশিত: ২০১৬-০১-২৫ ১৪:১৩:২৭

নিজস্ব প্রতিবেদক :

ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট কবি ও নাট্যকার অন্যতম পুরোধা ব্যক্তিত্ব বাংলার যুগপ্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯২তম জন্মদিন আজ।

মাইকেল মধুসূদন দত্ত ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কেশবপুরের সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। মধুসূদন দত্তের বাবা জমিদার রাজনারায়ণ দত্ত ও মা জাহ্নবীদবী।

১৮৫৩ সালে ঘ্রিস্টধর্ম গ্রহণের পর থেকে তার নামের সঙ্গে ‘মাইকেল’ যুক্ত হয়। বাংলা সাহিত্যে গাম্ভীর্যপূর্ণ অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক হলেও ইংরেজিতে কবিতা লেখার ক্ষেত্রে অসামান্য দক্ষতা দেখিয়েছেন তিনি।

ইংরেজি ভাষায় পাণ্ডিত্যের জন্য বৃত্তি ও মেডেলও পেয়েছেন। তার অসামান্য সব গ্রন্থের মধ্যে নাটক ‘পদ্মাবতী’ ও ‘কৃষ্ণকুমারী’, কাব্য ‘মেঘনাদবধ’, ‘তিলোত্তমাসম্ভব’ ‘ব্রজাঙ্গনা’ ও ‘বীরাঙ্গনা’, প্রহসন ‘একেই বলে সভ্যতা’ ও ‘বুড়ো শালিকের ঘাড়েরাঁ’ এবং চতুর্দশপদী কবিতাবলি উল্লেখযোগ্য।
মাইকেল মধুসূদন দত্ত ১৮৭৩ সালের কলকাতার আলীপুর জেনারেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

এদিকে মহাকবির জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে যশোরের সাগরদাঁড়িতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ‘মধু মেলা’।

১৯৭৩ সাল থেকে মধুসূদন দত্তের জন্মভিটা সাগরদাঁড়িতে তাঁর জন্মদিন উপলক্ষে সপ্তাহব্যাপী মধুমেলার আয়োজন হয়ে আসছে।

 

আপনার মন্তব্য