দুইটি কবিতা

 প্রকাশিত: ২০১৬-০২-১২ ০০:০৯:১০

 আপডেট: ২০১৬-০২-১২ ০১:৪৩:৪৩

কবির য়াহমদ:

অভিজ্ঞদের কৌশল
অভিজ্ঞজনেরাই কেবল জানে
পাহাড়ে অনেক ফুল অনেক গাছ আর সুমিষ্ট ঝর্ণাধারা
যে পুরো জীবনে একবারও পাহাড় ভ্রমণে যায়নি
তার কাছে পাহাড়টা এক নিষিদ্ধ গন্ধম
উন্নাসিক ঢঙে যতই করুক পাহাড়পাঠ
দিনশেষে সে কেবলই এক একাকী বালক।

ফ্রয়েডিয় বালকেরও ঝর্ণাক্ষুধা জাগে
দেয়ালে লটকানো কাগুজে প্রেমে ব্যতিব্যস্ত সময়
পাহাড়পাঠ সহজ না, সহজ না ডুবে থেকেও ভেসে যাওয়া
অভিজ্ঞরা জানে ঢেউ পাহাড়ের বর্ণিল মোহনা

পাহাড়ের সাথে দেয়াল থাকে
অভিজ্ঞজনেরাই জানে শুধু দেয়াল টপকানো কৌশল!


পাখি অথবা মানুষ
কাল এসো!
আমার বিধ্বস্ত চিন্তার কালে এসো, তবে কাল
আজ নয়। কেন নয়? গোলাপের পাপড়ির মত
স্বচক্ষে দেখে নেয়া কিংবা পরিযায়ী পাখি চোখ
কাল, আগামী কাল আগামী মাসের মতই চির রহস্যময়!

আজ যাই!
এ এক রহস্যচিহ্ন লুকাতে জানে না কেউ
কেউ কেউ চলে যায় ফিরে আসবে বলে
কেউ কখনো আসেনি, সে ভুলে যায় ফেরার পথ
পরিযায়ী পাখি, আহা! তারও আছে স্মৃতিমাখা বুক
কিছু কিছু পথ লিখে রাখে মনোক্যাম্পাসরেখায়।

আজ কিংবা কাল!
এসে ফিরে যাও যদি
তবে লিখে নিও পাখিদের চোখ
পাখিদের চোখে নিয়ত আমি এক অথবা অর্ধ-পাখি কিংবা শুধুই মানুষ।

আপনার মন্তব্য