ভ্রমণ মাঝে, স্বপ্নে সিলেট

 প্রকাশিত: ২০১৮-০১-১৩ ২১:০০:৪৯

 আপডেট: ২০১৮-০১-১৩ ২২:২৯:৩৭

নিরঞ্জন চন্দ্র চন্দ:

আটলান্টা পাড়ি দিয়ে
যাই কানাডাতে
সিলেট আমার স্বপ্নে ভাসে
দিনের শেষে রাতে।

লন্ডনের  টেমস নদীর
সুরম্য বাতাসে
সুরমা নদীর ঢেউয়ের শব্দ
আমার কানে ভাসে।

ভারতে দেখি তাদের
কালচার ও আর্ট
চেয়ে দেখি আর ভাবি
আমরাও স্মার্ট।

মাদ্রিদের টাইম স্কয়ার
নেপাল মন্দির -মাজার
এসব দেখে ভাসতো চোখে
প্রাণের জিন্দাবাজার।

মালয়েশিয়ায় টু ইন টাওয়ার
আইফেল টাওয়ার ফ্রান্সে
সিঙ্গাপুরি মেম দেখলাম
চলার পথে চান্সে।

নায়াগ্রা ফলস, সি, এন টাওয়ার
আর টরন্টো সিটি
ভাসতো চোখে মাধবকুণ্ড
শাহজালাল ভার্সিটি।

ভ্রমণ করতে পৃথিবীর
যেই বা দেশে যাই
বারে বারে খুঁজে ফিরি
প্রাণের  সিলেট ভাই।

আমার বাংলাদেশকে ভাই।

আপনার মন্তব্য