মুহম্মদ জাফর ইকবাল

 প্রকাশিত: ২০১৮-০৩-১২ ১৪:২৫:৪০

মাসুদ পারভেজ:

মুহম্মদ জাফর ইকবাল

বিশাল বুকজুড়ে তার লাল-সবুজ বাংলাদেশ
বুকে অগণন স্বপ্ন নিয়ে হাসিমুখ বিনির্মাণে
বিজ্ঞানের বুকে আমাদের পদচিহ্ন এঁকে দিয়ে
মুক্তিযুদ্ধের বাংলাদেশে :
তিনিই আমাদের সোনামুখ।

স্বদেশ তরে, বিসর্জন দিয়ে লাখো ডলারের চাকুরি
রিসার্চ ও সাজানো-গোছানো বাগানের ফুলের সুবাস
গায়ে না মেখে, তিনি আমাদের মাঝে সৌরভে উদ্ভাসিত
করতে এসেছিলেন। অথচ সেই দেশের এক আদমের
শান দেওয়া চাকুর নিচে ;
রক্তাক্ত বাংলার মুখ।

হায়! তোমাদের ধারালো চাকু
চিকচিক করে খুঁজে নিল বাংলার লাল-সবুজ
আঘাত করে থামিয়ে দিতে চাওয়া বেজন্মাদের দল ;
তিনি আমাদের মুখাবয়ব, অবিরাম বাংলার মুখ

শোন হে অর্বাচীনের দল,
রক্তে-রক্তে স্বদেশ নির্মাণ করেছি
রক্তের সিঁড়ি বেয়ে উঠেছি সপ্তডিঙায়
আমাদের আর রক্তের ভয় দেখিয়ে থামাতে চাওয়াটা ;
তোমাদের অলীক কল্পনা।

আমরা রক্তের মাঝেও লাল-সবুজ পতাকা এঁকে দিয়ে
তোমাদের চাওয়াকে চূর্ণবিচূর্ণ করে দিবো ;
আমাদের আগামী মশাল বহন করবে।

আপনার মন্তব্য