প্রকাশিত: ২০১৬-০২-১৫ ১৮:৩৪:২৫
আপডেট: ২০১৬-০২-১৬ ০০:০৭:২৮
সিলেটটুডে ডেস্ক:
অমর একুশে গ্রন্থমেলা থেকে আইন শৃঙ্খলা বাহিনী 'ব-দ্বীপ প্রকাশন' নামক একটি প্রকাশনীর স্টল বন্ধ করে দিয়েছে। "ধর্মানুভুতিতে আহত হয় এমন বই" প্রকাশের অভিযোগ এনে সোমবার প্রকাশনীর স্টলটি বন্ধ করে দেয় পুলিশ।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিকী, "সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ব-দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত "ইসলাম বিতর্ক" বইটির বিষয়ে আমরা জানতে পারি যা ধর্মানুভুতিকে আহত করছিল।" তবে বইটির কোন বিষয় ধর্মানূভুতি আহত করেছে তা জানাতে পারেন নি তিনি।
জানা গেছে, বিএনপি-জামায়াতপন্থী আইনজীবী নেতা ড. তুহিন মালিক এই বইটি নিয়ে "ইসলাম অবমাননার" অভিযোগ আনেন। এছাড়া জামাত-শিবিরের পরিচালনাধীন ফেসবুক পেজ "বাঁশেরকেল্লা" থেকে এই বইটির বিরুদ্ধে কঠোর সমালোচনা করা হয়। সেসব পেজে বেশ কয়েকজনকে ব-দ্বীপ প্রকাশনে হামলা করার হুমকি দিতেও দেখা যায়।
(বাঁশেরকেল্লা নামক ফেসবুক পেজে একটা ছবি ছিল। নিরাপত্তা বিবেচনায় ছবিটি মুছে দেওয়া হয়েছে )
অনুবাদ সংকলন "ইসলাম বিতর্ক" বইটি ব-দ্বীপ প্রকাশনের প্রকাশক শামসুজ্জোহা মানিক সম্পাদনা করেছেন।
তিনি বলেন আমরা মেলা কমিটির সদস্য ড. জালাল আহমেদের সাথে যোগাযোগ করি, তিনি জানিয়েছেন, "প্রকাশনীর বিরুদ্ধে কোন অভিযোগ আমার কাছে নেই।"
আপনার মন্তব্য