ফাঁপা

 প্রকাশিত: ২০১৫-০২-১৬ ২০:২৩:০৬

সামিউল্যাহ সমরা্টের কবিতা:

আমার শোবার ঘরটার এককোণে
বই রাখার ছোট্ট একটা বাঁশের তৈরি তাক আছে,
সুন্দর, মসৃণ--
কেনার সময় যেমন সুন্দর ছিল এখনো ঠিক তেমনি
আমি ওটার খুব যত্ন করি,
ধুলো যেন না জমে তাই নিয়ম করে মুছি
আমার জরুরী কিছু বই সে আগলে রাখে কিনা তাই
এই বিশেষ খাতির ।
বেচারার বয়স প্রায় দু বছর
এই দীর্ঘ সময় ধরে একসাথেই বাস করছি,
আজ হঠাৎ বুকশেলফটার কাছে গিয়ে একটু শক্ত করে
হাত রেখেছিলাম অজান্তেই, হাত টা দেবে গেল
আঁতকে উঠলাম যেন
গুনপোকা বাইরের টা সুন্দর সাবলীল রেখে
ভেতরটা শুন্য করে দিয়েছে পরম যত্নে।
আমিও যেন আমার প্রিয় বুকশেলফের মত
বয়ে চলেছি এক ফাঁপা জীবন ।। 

 

 

আপনার মন্তব্য