সামতান রহমান-এর ৩ কবিতা

 প্রকাশিত: ২০১৬-০৪-১১ ১৫:৪৪:৩৯

সামতান রহমান:

চোখে
এখানে নেচে গেছে নদী
ভাঙন ক্ষয়ে যাচ্ছিলো তখন, তীরে
ছলছল লেগে আছে, ঢেউয়ের ড্রেস
এতদিন খুঁজে ছিলো কারা?

আজ হোলো দেখা, নদীর পায়ে
নাচানো মুদ্রার উন্মুখ ছায়া!

দুই পাড় রেখে গেছে
সাঁতারের ঘ্রাণ, কোন ভাসায়
স্রোতের ডাল প্রাণের কুঠুরি -
ছেপে দিছে তার ধারা

আনন্দ তুলে দিতে ডুব।


পলায়নপরে
গুহা মেখে, দাঁড়িয়েছি
যাবতীয় গোচর পিছলে যায়

একটি গুহামুখ, ছোটে
স্থবির হয়ে পড়ে থাকার দিকে,
কপাট ছুঁড়ে দেই- এক ধরনের বুৎপত্তি
ধর্মান্তরিত হয়ে আসে

যাবার শব্দ করে, কারণ ফিরে যায়
আমাকে তাড়িত রেখে।

বিচ্ছিন্ন?
মাথার ভেতর থেকে উড্ডয়ন
চতুর পাশে সহস্র রানওয়ে,
নিঃশ্বাস থেকে নেমে পড়ে পোর্ট
যাত্রীরা? জগতের ঢেউ।

মাতালদূরে ঝিলিন প্রবাস,
মালখানায় বিমানের বোতল!
অধির এক্সিলেটরে নিশ্চিত আমি,
কে তাহলে ফ্লাইট নিলো?

পাখিরা প্র্যাকটিস করে অচিতনগর,
প্রত্নসুরের গল্প করে জেলে গেছে ডাহুকেরা,
এখনও সকাল আসে! গেরিলা
দেহ? সে যাবেনা। অন্য কোথাও-

আপনার মন্তব্য