প্রকাশিত: ২০১৬-০৮-১০ ২০:২৫:৩২
সিলেটটুডে ডেস্ক:
অতিসম্প্রতি প্রয়াত সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য এবং ভাষাসংগ্রামী প্রফেসর ছদরুদ্দিন আহমদ চৌধুরীকে নিয়ে কবি ও গবেষক সুমনকুমার দাশ রচিত ‘ভাষাসংগ্রামী ছদরুদ্দিন আহমদ চৌধুরী’ নামে একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। ঢাকার উৎস প্রকাশন বইটি বের করেছে। এর মূল্য রাখা হয়েছে ১০০ টাকা এবং দৃষ্টিনন্দন প্রচ্ছদটি এঁকেছেন মোস্তাফিজ কারিগর। বইটি সিলেটসহ দেশের বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে।
গ্রন্থটির প্রকাশক মোস্তফা সেলিম জানান, প্রফেসর ছদরুদ্দিন আহমদ চৌধুরী ২৩ জুলাই ২০১৬ মৃত্যুবরণ করেন। তাঁর প্রকাশিত ‘আত্মকথা’ থেকে জীবনতথ্যাদি সংগ্রহ করে গবেষক সুমনকুমার দাশ অত্যন্ত সরল ও পরিপাট্য গদ্যে উপস্থাপন করেছেন। এ গুণীর মৃত্যু পরবর্তী বিশ্বস্ত তথ্যের প্রথম প্রকাশ-হিসেবে ‘ভাষাসংগ্রামী ছদরুদ্দিন আহমদ চৌধুরী’ গ্রন্থটিকে গণ্য করা যেতে পারে। আমাদের শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের এক মহাজীবনের অগ্রদূতের জীবন তথ্যাদি বইটি থেকে পাঠকেরা জানতে পারবেন।
আপনার মন্তব্য