পঁয়তাল্লিশ বছরের ক্ষত

 প্রকাশিত: ২০১৬-১২-১৫ ১০:১৯:৪২

মাসুদ পারভেজ:

পঁয়তাল্লিশ বছরের ক্ষত
বিগত পঁয়তাল্লিশ বছরের দগদগে ক্ষত
আগামী পঁয়তাল্লিশ বছরেও শুকাবে না
শুকাবে না সেই ক্ষত;
অগণিত শিঁরদাড়াওয়ালা;
শিক্ষক
দার্শনিক
বিজ্ঞানী
চিকিৎসক
সাংবাদিক
কবি লেখক'কে নির্দয়ভাবে হত্যা করেছিল
পাকিস্তানি হানাদারবাহিনী এবং এদেশের পাকিস্তানি প্রতিভূরা।
সেই ক্ষত আজও সামলে উঠতে পারিনি
পারিনি শূন্যতা ঢেকে দিতে
তাই তো সমাজজুড়ে অবক্ষয়ের স্তূপ
দানা বেঁধে উঠছে অনৈতিক মহল;
আমরা কুঁকড়ে মরছি
মাথাভর্তি অমানুষী কিলবিল
আহ! চেতনার কি বাহার।

অথচ আমরা চাইলেই ফিরতে পারি
ফিরতে পারি সেই উত্তাল ডিসেম্বর মাসে
উনিশশো একাত্তর সাল
চৌদ্দই ডিসেম্বর
ভয়ানক কালো রাত;
ধরে নিয়ে যাচ্ছে, বাংলাদেশকে
কিলিয়ে পিটিয়ে চোখ বেঁধে তারা
মুহূর্তেই বিকলাঙ্গ করে দিয়েছিল
বাংলাদেশকে
হায়! বাংলাদেশ!

আমরা কিভাবে ভুলি সেই সোনাঝরা সন্তানদের
যারা বাংলাদেশের মুখাবয়ব ছিল;
না, তারাই বাংলাদেশ ছিল।

আপনার মন্তব্য