আলোকিত মানুষ

 প্রকাশিত: ২০১৭-০৩-১৭ ০০:১৮:৪৬

মাসুদ পারভেজ:

আলোকিত মানুষ
আলোকিত মানুষের জন্মদিন;
মার্চের এই দ্রোহের ঘনঘোর মাসে
জন্মেছিলেন আমাদের জাতির পিতা।

পিতা আগে ছিলেন খোকা;
দরদি খোকার ছিল দয়াল প্রাণ
মানুষের সাথে মিশে মানুষের তরে
সেই ছোটকাল থেকে।
খোকা থেকে যুবক বঙ্গবন্ধু
ধীরে নিজেকে গড়ে তোলে স্বাধীন
দেশের স্বপ্নে বিভোর ছিলেন।

অত:পর পাকিস্তান থেকে বাংলাদেশ ;
জন্ম দিল এক সাহসি রূপকথার।

রূপকথা নয় রূপকথাকে ছাড়িয়ে
বিশ্বের দরবারে মাথা তোলে দাঁড়াবার;
সে এক সাহসে উন্মাদনায় ভরপুর।

আমরা পেলাম স্বাধীন দেশ;
আমরা পেলাম স্বাপ্নিক বঙ্গবন্ধু।

মাঝে তিনি পার করলেন;
বায়ান্ন
আটষট্টি
ঊনসত্তরের উত্তাল গণঅভ্যুত্থান;
সেই সিঁড়ি বেয়ে সত্তরের ঐতিহাসিক নির্বাচন;
একাত্তর আমাদের দিয়েছে বাংলাদেশ।

সব খোকার নির্মল ছোঁয়া;
খোকার বাংলাদেশ।

খোকার জন্মদিন নয় ভ্রূণ
যেন বাংলাদেশের।

খোকার জন্মদিন নয়;
যেন একটা দেশের বীজ বপন
করা হয়েছিল।

খোকার জন্মদিনে হেসে উঠেছিল;
বাংলাদেশ। সম্মুখপানে পাকিস্তান নয়
মননে ছিল সোনার বাংলাদেশ।

আপনার মন্তব্য