শোষিত চারণভূমি

 প্রকাশিত: ২০১৭-০৫-১৫ ০৯:৩৬:১৮

 আপডেট: ২০১৭-০৫-১৫ ০৯:৪০:১৮

মাসুদ পারভেজ:

শোষিত চারণভূমি
অথচ তারাও কোন এক মেয়ের সন্তান
দশ মাস দশ দিন তারা মেয়ের পেটে ছিল
দারুণ উত্তেজনায়, মায়ায় একেকটা দিন পার করে
অবশেষে তারা ভূমিষ্ঠ হয়েছিল এই ধরাতে
শুরু কান্নায় হলেও ঘর আলোকিত হওয়ার উদ্ভাসে
আলোকিত হয়ে চারিধার প্রকম্পিত হয়েছিল।

সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মায়ের মুগ্ধ বদন
দেখে সদ্য সন্তানের আবহে কোন পরিবর্তন আসে কি না
জানি না। কিন্তু প্রত্যক্ষদর্শীরা আরও অবাক বিস্ময়ে
প্রত্যক্ষ করে সন্তানের জন্য মায়া আর দায়িত্ববোধের প্রথম প্রকাশ।

জন্মোৎসব পেরিয়ে সন্তান বেড়ে উঠে
গবাদিপশু যেমন চারণভূমি নি:শেষ করে যেতে চায়
ঠিক তেমনিভাবে, মায়ের যাবতীয় শুষে নিয়ে
মায়ের স্বাদ আহ্লাদ সমাধিস্থ হয়ে যায় মাতৃত্বের উল্লাসে
হাসিমুখে চলে নিজেকে গুটিয়ে নেওয়ার উদোম যাত্রা।
চারিদিকে বেড়াজাল সয়ে মা বেড়ে তোলে সন্তানকে;
সন্তর্পণে-সযতনে ও নি:সংকোচে।

সন্তান বড় হয় বড় হয়ে উঠে মায়ের আশা
নাড়িছেঁড়া ধন বড় হচ্ছে
বাড়ছে যাবতীয় চিন্তা
ভবিষ্যতের রূপরেখা হয়ে;
সন্তান যেন থাকে দুধভাতে।

মায়ের সন্তান বড় হয়
মায়ের সন্তান বড় হয় না
মায়ের কাছে সন্তান এই তো সেদিনের
সে কি কান্না!
অথচ, সন্তান বড় হয়ে যায়
বড় হয়ে যায় অবলীলায়
বড় হয়ে সৎকর্ম করে
বড় হয়ে অপকর্ম করে;
তবুও মায়ের কান্না থামে না।

মা শুধুই কান্না করে
নিজেকে আনন্দ দেয়
কান্নায় নিজেকে প্রবোধ দেয়।
সন্তান বড় হয়ে মা'কে কাঁদায়
অন্যমায়ের কষ্ট বাড়ায়
মা'দের কান্নাতেই মানায়
সন্তানদের দেওয়ার কিছু না থাকলেও
মায়েদের জন্য তারা অনি:শেষ কান্না নিয়ে আসে।

এক মায়ের নাড়িছেঁড়া ধন;
অন্যমায়ের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়।

আপনার মন্তব্য