রুদ্র ভালো আছে

 প্রকাশিত: ২০১৭-১০-১৬ ১৭:০৪:৫৮

মাসুদ পারভেজ:

এই রৌদ্রেরঝাঁজ আমাদের নরোম তামাটে শরীরে ফোসকা এনে দিক
আমরা পুড়ে ছাই হয়ে রুদ্রের কাছে পৌঁছে যাবো
সিথানে যেন বসে আছে রুদ্র;
একজনমের অপেক্ষা ফুরোবে বলে।

রুদ্র অপেক্ষা করে আছে-
দ্রোহ আর প্রেমের অবিন্যস্ত বারতা নিয়ে।
দিগন্তে ছড়িয়ে আছে রুদ্র
আর অপেক্ষা করে আছে,
এই বুঝি ডাক এলো মেঘপিয়নের কণ্ঠে।

রুদ্র ভালো আছে;
বিশ্বাস-অবিশ্বাসের মাঝামাঝিতে
প্রেমিকার দাপুটে হাসিতে
প্রেমিকার অলস দুপুর হয়ে উচ্ছন্নে গিয়ে
প্রেমিকের বাঁ পাশের নাদুসনুদুস ব্যথা হয়ে
রুদ্র খুব ভালো আছে।

রুদ্র ভালোই আছে-
ভালো থাকা কিনে নিয়েছিল চড়া দামে
সস্তায় বিকিয়েছে দামি কষ্ট
নিজেকে ডুবিয়েছে অথৈ সাগরে আর
চোখেরমণিতে জমিয়েছিল একসাগর ভালোবাসা।

ভালোবাসায় ছিল না আক্ষেপ;
ছিল ধ্রুপদী জীবনের আবাহন।

রুদ্র ভালো আছে। কিনে নিয়েছিল যে ভালো থাকা;
সবকিছুর বিনিময়ে।

আপনার মন্তব্য