প্রকাশিত: ২০১৫-০৬-১৩ ০২:৫৯:১৮
আপডেট: ২০১৫-০৬-১৩ ০৩:০৪:০১
সিলেটটুডে ডেস্ক:
ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার পেলেন কবি, গল্পকার মুজিব ইরমসহ তিন জন। পুরস্কারপ্রাপ্ত অপর দুই লেখক হলেন সুস্মিতা ইসলাম ও হরিশংকর জলদাস।
শুক্রবার (১২ জুন) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মিডিয়া বাজারে ২০১৪ সালে প্রকাশিত থেকে নির্বাচিত তিনটি বইয়ের লেখকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
২০১৪ সালে প্রকাশিত বইয়ের মধ্য থেকে তিনটি শাখায় শ্রেষ্ঠ বিবেচনায় তাদের এ পুরস্কার দেওয়া হয়। সুস্মিতা ইসলাম তার লেখা 'আমার দিনগুলি' নামের আত্মজৈবনিক গ্রন্থের জন্য প্রবন্ধ, আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদ শাখায় পুরস্কার পান। হরিশংকর জলদাস তার 'প্রতিদ্বন্দ্বী' উপন্যাসের জন্য কবিতা ও কথাসাহিত্য শাখায় পুরস্কার পেয়েছেন। মুজিব ইরম তার 'কবিবংশ' কাব্যগ্রন্থের জন্য হুমায়ূন আহমেদ তরুণ সাহিত্যিক পুরস্কার পেয়েছেন। পুরস্কৃত তিনটি বইয়ের মধ্যে 'আমার দিনগুলি' বেঙ্গল ফাউন্ডেশন, 'প্রতিদ্বন্দ্বী' মাওলা ব্রাদার্স এবং 'কবিবংশ' ধ্রুবপদ থেকে প্রকাশিত হয়েছে।
পুরস্কারের জন্য জমা পড়া সাড়ে পাঁচ শতাধিক বই থেকে শ্রেষ্ঠ তিনটিকে পুরস্কারের জন্য নির্বাচন করা হয়। পুরস্কারের বই নির্বাচনের জন্য বরাবর চার সদস্যের বিচারকমণ্ডলীতে দায়িত্ব পালন করে আসছিলেন জাতীয় অধ্যাপক মুস্তফা নূরউল ইসলাম, অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, কবি আসাদ চৌধুরী ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
গত বছর ১১ নভেম্বর অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী চলে গেছেন পরপারে। বিচারকমণ্ডলীতে এবার যুক্ত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।
বর্ণাঢ্য অনুষ্ঠানে 'ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০১৪' বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ, ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হয়। বিজয়ীদের হাতে এগুলো তুলে দেন বিচারকমণ্ডলীর চার সদস্য, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান ।
বাংলা সাহিত্যের মৌলিক সৃষ্টিকর্মকে উৎসাহিত করার জন্য ২০১১ সাল থেকে ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার প্রবর্তন করা হয়। পরে গত বছর ২০১৩ সাল থেকে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্মরণে হুমায়ূন আহমেদ তরুণ সাহিত্য পুরস্কার সংযোজন করা হয়েছে। প্রথম দুটি পুরস্কারের অর্থমূল্য শুরু থেকেই এক লাখ টাকা করে। হুমায়ূন আহমেদ তরুণ সাহিত্য পুরস্কারের মূল্য ছিল ৫০ হাজার টাকা। এবার এ পুরস্কারেরও অর্থমূল্য এক লাখ টাকা করা হয়েছে।
এ পর্যন্ত মুজিব ইরম’র প্রকাশিত হয়েছে ১১টি কাব্যগ্রন্থ। মুজিব ইরম ভনে শোনে কাব্যবান ১৯৯৬, ইরমকথা ১৯৯৯, ইরমকথার পরের কথা ২০০১, ইতা আমি লিখে রাখি ২০০৫, উত্তরবিরহচরিত ২০০৬, সাং নালিহুরী ২০০৭, শ্রী ২০০৮, আদিপুস্তক ২০১০, লালবই ২০১১, নির্ণয় ন জানি ২০১২, কবিবংশ ২০১৪।
এছাড়া তাঁর প্রকাশিত হয়েছে শিশুসাহিত্য: এক যে ছিলো শীত ও অন্যান্য গপ ১৯৯৯। উপন্যাস/আউটবই: বারকি ২০০৩, মায়াপির ২০০৪। ধ্রুবপদ থেকে মুজিব ইরম প্রণীত কবিতাসংগ্রহ: ইরমসংহিতা ২০১৩, বাংলা একাডেমী থেকে নির্বাচিত কবিতার বই: ভাইবে মুজিব ইরম বলে ২০১৩, এবং Antivirus publications, Liverpool, England থেকে প্রকাশিত হয়েছে নির্বাচিত কবিতার অনুবাদ গ্রন্থ: Poems of Mujib Erom 2014.
মুজিব ইরম ভনে শোনে কাব্যবান-এর জন্য পেয়েছেন বাংলা একাডেমী তরুণ লেখক প্রকল্প পুরস্কার ১৯৯৬। বাংলা কবিতায় সার্বিক অবদানের জন্য পেয়েছেন সংহতি সাহিত্য পদক ২০০৯, কবি দিলওয়ার সাহিত্য পুরস্কার ২০১৪।
আপনার মন্তব্য