মাধবকুণ্ড ঝর্ণা

 প্রকাশিত: ২০১৮-০৪-১০ ১৭:২৬:৫২

 আপডেট: ২০১৮-০৪-১১ ১১:৪৭:৩২

মুহাম্মদ সহিদুর রহমান:

মাধবকুণ্ড ঝর্ণা
কোন রাজার দুহিতা তুমি?
উজ্জ্বল বর্ণা।
উচ্ছল তরঙ্গে ছলকে ফেল জল
ডাগর আঁখিতে যেন টলমল
দুর্বার গতিতে উপল বিকীর্ণ পথে
জল গড়িয়ে কলকল।

বনের পাতা রঙ দিয়ে
নবোঢ়া সাজে সাজিয়াছে
কোন বিশ্বকর্মা যেন
এমন কিছু আছে আর কি?
তোমার সাথে তুলনা হবে হেন!

তোমার সৌন্দর্যের পরশ পেয়ে
ছুটে আসে বহুজন
তোমায় দেখে তন্ময় হয়
কত জনের মন।

তোমার পাশে পরীকুণ্ডে
দীপালি ভরা রাতে
নিশীথ রাতে নাচে পরীরা
জোনাকিদের সাথে।

রাত বিরাতে তোমার সাথে
খেলে বনবিড়াল মেছো বাঘ
সন্ধে হলেই শোনা যায় সেথা
শত সহস্র ঝিঁঝিঁর ডাক।

মাধবকুণ্ড মাধবকুণ্ড
নন্দিত এক কূপ
ত্রয়োদশ তিথিতে পূণ্যার্থীরা
দিতে যায় ডুব।

পাথারিয়ার পাদদেশে
দাঁড়িয়ে নাচছো তুমি
তোমার পায়ের নুড়ির নিক্বণ
শুনেছে বনভূমি।

সত্যই মাধবকুণ্ড রাজ দুহিতার
পাবে তুমি দেখা
বেড়াতে যদি আইসো তুমি
আমার বড়লেখা।

আপনার মন্তব্য