কেমুসাস নির্বাচনে ‘জয়বাংলা’ শ্লোগানে জামাত-শিবিরের ব্যালট বাক্স ছিনতাই

পুনঃতারিখ ঘোষণার সিদ্ধান্ত

 প্রকাশিত: ২০১৪-১২-২৭ ২৩:৫৬:০৯

 আপডেট: ২০১৪-১২-২৮ ০১:১৯:৪৫

ছবি কার্টেসিঃ দৈনিক উত্তরপূর্ব

নিউজ ডেস্ক: সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে হামলা চালিয়ে ব্যালট বাক্স ছিনতাই করেছে জামাত-শিবির। হামলাকারীরা ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে গতকাল বেলা আড়াইটায় ব্যালট বাক্স ছিনতাইয়ের আগে কেমুসাস ভবন ও বুথে ভাঙচুর চালায়। এ সময় বেশক’টি ককটেলও বিস্ফোরণ ঘটানো হয়। ঘটনার পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে অনুষ্ঠিত সভায় নির্বাচনের পুনঃতারিখ ঘোষণার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।   শনিবার সকাল ১০টায় শুরু হয় কেমুসাস’র ২০১৫-২০১৬ সালের কার্যকরী পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোট গ্রহণ শুরু পর থেকে বহিরাগত লোকজনের আনাগোনা দেখা দেয়। এনিয়ে নির্বাচন পরিচালনায় নিয়োজিত ব্যক্তিরা আতঙ্কিত হয়ে পড়েন। বেলা আড়াইটার দিকে ‘জয়বাংলা’ সেøাগান দিয়ে জামাত ও শিবিরের ৩০/৪০ জন কর্মী দেশী ও আগ্নেয়াস্ত্র নিয়ে কেমুসাস ভবনে হামলা চালায়। এসময় বেশক’টি ককটেল ফাটিয়ে উপস্থিত লোকজনের মাঝে আতঙ্ক সৃষ্টি করে। প্রথমেই তারা ‘লায়েক-সাব্বির’ পরিষদের নির্বাচনী প্যান্ডেল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পরে ভাঙচুর চালায় কেমুসাস ভবনসহ অন্যান্য প্যান্ডেল। এক পর্যায়ে হামলাকারীরা ব্যালট বাক্স ছিনিয়ে নেয়। সংবাদ পেয়ে একদল পুলিশ সেখানে আসলেও হামলাকারীরা এর আগেই ব্যালট বাক্স নিয়ে ট্রাকযোগে পালিয়ে যায়। হামলায় সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী, সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা হক ও নির্বাচনে সহসভাপতি প্রার্থী জেলা যুবলীগের দপ্তর সম্পাদক একেএম বদিউজ্জামান টিপুসহ আহত হন অন্তত ১৫ জন।  ঘটনার পর পুলিশ  ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় জামায়াত সমর্থিত মসউদ-মানিক প্যানেলের এজেন্ট প্যান্ডেল থেকে দুটি রামদাসহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ ব্যাপারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মাসউদ-মানিক পরিষদের সভাপতি প্রার্থী মাসউদ খান বলেন, নির্বাচন চলাকালীন সময়ে কারা হামলা করে ব্যালেট বাক্স নিয়ে গেছে তা আমার জানা নেই। মুসলিম সাহিত্য সংসদের ভোটার ও জাসদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক লোকমান আহমদ বলেন, সকাল থেকে বহিরাগতদের আনাগোনা ছিল। দুপুরে কেন্দ্রে গিয়ে আমিও ভোট দিতে পারিনি। এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া রহমতুল্লাহ বলেন, বেলা আড়াইটার দিকে কতিপয় লোক ভোটকেন্দ্রে আকষ্মিক হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ঘটনাস্থল থেকে দুটি বিস্ফোরক সদৃশ বস্তু ও রামদা উদ্ধার করা হয়। এসময় ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে বলেও স্বীকার করেন তিনি।

আপনার মন্তব্য