কয়েকটি ভৌতিক অণুগল্প

 প্রকাশিত: ২০১৮-০৮-০৬ ১১:৩৭:১৭

জহিরুল হক মজুমদার:

আলোটা যে দিকে আমার ছায়াটাও সেদিকে পড়েছে। সাধারণত এই রকম হয়না। ছায়া আলোর উল্টোদিকে পড়বে এটাই প্রকৃতির নিয়ম। না কি ছায়াটাই আসল আমি! দাঁড়ানো মানুষটা আসলে ছায়া! আলোটা নিভিয়ে দিলে একটা পরীক্ষা হয়ে যেতে পারে। কিন্তু ছায়াটা যদি বাধা দেয়!


ডাক্তার সাহেব, আমার ই সি জি টা একদম সরল রেখা কেন?
-আমারটাও এই রকমই।
-তার মানে আপনি মারা গেছেন? তাহলে আ-আ-আমি?


স্যার, আমার ডেথ সার্টিফিকেটে আমার নামের বানান ভুল। একটু সংশোধন করে আরেকটা সার্টিফিকেট দিন। অনেকদিন আহত হয়ে আপনাদের হাসপাতালে ছিলাম। এই উপকারটুকু করুন। পুলিশ কেইস। নাহলে পুলিশ ঝামেলা করবে। ড্রাইভার সাহস পাচ্ছিল না। তাই ওকে অ্যাম্বুলেন্সে বসিয়ে রেখে আমি নেমে এসেছি। সকাল হওয়ার আগেই গ্রামের বাড়ি পৌঁছতে হবে স্যার। প্লিজ।


বাবা, কফিন কিন্তু আমার মাপমত আনবে। তুমি সারাজীবনই আমার সবকিছু বড় বড় কিনেছ। আমি কি সাথে আসবো? ছোট কফিন অনেক ভারী হয় বাবা। আমি তোমার সাথে থাকবো। বাড়ির সামনে এসে আবার আলাদা হয়ে যাব। কেউ টের পাবেনা।

আপনার মন্তব্য