সূর্যমুখীর আততায়ী

 প্রকাশিত: ২০১৮-০৮-৩০ ০১:৫৭:০৫

জহিরুল হক মজুমদার:

কোর্ট অফ এনকয়ারি------------

-হোয়াই ডিড ইউ ফেইল টু শুট?
-বিকজ অফ দি সানফ্লাওয়ার, স্যার।
-স্ট্রেঞ্জ! সানফ্লাওয়ার!
-ইয়েস স্যার।আই ক্যান্ট শুট অ্যানি সানফ্লাওয়ার, এনি মোর।
-সাউন্ডস ইন্টারেস্টিং! ক্যান ইউ টেল মি দ্য স্টোরি বাহাইন্ড?
-শিউর স্যার।

ক্রস কান্ট্রি ------------

-আমি জানতাম, তুমি এখানে এসে থেমে যাবে।
সূর্যমুখী ক্ষেতের ভিতর থেকে যেন মাটি ফুঁড়ে বের হয়ে আসলেন ইনস্ট্রাক্টর।
-এটা একটা ক্রসকান্ট্রি রেস। আর তুমি সবার পেছনে। অথচ মাইল টেস্টে তুমি সবার আগে শেষ কর। অনেক ভাল শুটার তুমি। অথচ এখন-----।
- স্যার।
-তোমাকে যোদ্ধা হতে হবে। শুটার নয়।প্রকৃতি দেখে মুগ্ধ হয়ে গেলে যুদ্ধ করতে পারবেনা। আগেকার দিনের মত ময়দানে যুদ্ধের যুগ শেষ। একজন ইনফ্যান্ট্রি অফিসারকে বিস্তীর্ণ প্রকৃতির ভিতর দিয়ে চলতে হয়। সৌন্দর্যে মুগ্ধ হলে নিজের প্রাণ সংশয়।
-স্যার, আমি কি ইনফ্যান্ট্রিতে কমিশন পেতে যাচ্ছি?
-সেটা আমি বলতে পারবোনা। তবে শুধু ভাল শুটার হওয়ার বিপদ অনেক।
- সেটা কী রকম স্যার?
-অন্যের প্রাণ নেওয়ার জন্য ডাক পরতে পারে।
-কিন্তু স্যার, যুদ্ধ মানে অন্যের প্রাণ নেওয়া নয়; নিজের লোকদের রক্ষা করা। এটাই আপনি বলেছিলেন।
-সময় হলেই বুঝবে।সবকিছু জনগণকে রক্ষা করার নামেই করা হয়।কিন্তু তারপরও প্রশ্ন থেকে যায়।
-স্যার।
-আমি তোমার প্রকৃতির মায়া কাটিয়ে দেওয়ার প্রশিক্ষণ দেব। নাউ, গো, রান ফাস্টার এন্ড কেচ ইউর ফ্রেন্ডস।

সূর্যমুখীর কান্না ------------

-এই বিস্তীর্ণ সূর্যমুখীর বাগানে সবচেয়ে সুন্দর ফুলটি তুমি পছন্দ করো।
-স্যার, সূর্যমুখীর সব ফুল একই রকম।আমার সবগুলো ফুলই ভাল লাগে।
-তবুও তুমি পছন্দ কর।
-ওকে স্যার।
-হ্যাভ ইউ চোজেন?
-ইয়েস স্যার।
-ওকে। কিপ ইউর আই মার্ক অন ইট। নাউ হোল্ড দি গান এন্ড শুট এন্ড মেইক এভরি পেটাল টু গো শেটারড।
- আই ক্যান্ট স্যার।
-ডু ইট। ইফ ইউ মিন ইউর কমিশন।
আমি কাঁদতে কাঁদতে গুলি করি। বিস্তীর্ণ প্রান্তর কেঁপে উঠে গুলির শব্দে।আমার চোখ ভিজে যায় জলে।চারপাশকে ভাঙা কাঁচের ভিতর দিয়ে দেখা ঢেউ খেলানো দৃশ্যের মত মনে হয়। তবু আমি নিখুঁত নিশানায় সূর্যমুখীর প্রতিটি পাপড়িকে আঘাত করি।
-গুড বয়। জীবন শুধু আবেগের নয়। জীবন অনেক কষ্টেরও। এটা যত আগে বুঝবে ততই মঙ্গল।
এটাই ছিল আমার ইনস্ট্রাক্টর এর শেষ কথা।

কোর্ট অফ এনকয়ারি------------

-অ্যা গুড স্টোরি ইন্ডিড--, বাট হয়ার ডু ইউ ফাইন্ড সানফ্লাওয়ার ইন দিস সিটি? ইন দিস ম্যাডিং ক্রাউড?
-স্যার, এটা তার হাতে ধরা ছিল।
-কোথায় পেল সে সূর্যমুখী? আমাদের ফুলের দোকানগুলো কি আজকাল সূর্যমুখী ফুলও বিক্রি করছে?
- না স্যার। এটা একটা ব্যাগের গায়ে ছিল।তার কোন প্রিয়জনের ব্যাগ হবে।
- বোকা তুমি।এখন ব্যাগের গায়ে বিশাল সূর্যমুখী ফুল। এটা এখন মেয়েদের ব্যাগের একটা ফ্যাশন। আর তুমি এটা দেখেই বিভ্রান্ত?জান কত বড় ক্রিমিনাল! সে নিজে কয়টা হত্যাকাণ্ড ঘটিয়েছে? কতবার কোর্টে তোলার পর আইনের ফাঁক গলে বেরিয়ে আবার খুনখারাবী করেছে! আর সে একা চলেনা এটা তুমি দেখেছ। তার আশেপাশে না দেখার মত করে তার গ্যাং এর লোকেরা থাকে। তারা আমাদের বাহিনীর উপর আক্রমণ চালিয়েছে, উপস্থিতি টের পেয়ে। তুমি গোটা বাহিনীকে ঝুঁকির মুখে ফেলেছিলে।
-স্যার, আমরা যা করছি এটা কি ঠিক?
-এই প্রশ্ন এখন অবান্তর।আমাদের নৈতিকতার অভিভাবক আমরা একা নই--রাষ্ট্র, বিচারব্যবস্থা, রাজনীতিবিদরা, মিডিয়া আর আমাদের বুদ্ধিজীবীরাও। আমরা কি নিজেদের জন্য কিছু করছি? আমি, তুমি কিংবা আমাদের মত আরও অনেকেই আর্থিকভাবে সৎ।আমি ভাবছি আমি কি লিখব তোমার ব্যাপারে।
- আপনি যা ভাল মনে করেন স্যার।
-তুমি সূর্যমুখীকে ভালবেসেছ, সম্মান দিয়েছ। তুমি গুলি করনি। তোমার বন্দুক আবেগের কাছে মাথা নত করেছে। সে কিন্তু তার প্রিয়জনের ব্যাগে করে অস্ত্র বহন করেছে।সূর্যমুখীর আড়ালে ছিল অবৈধ অস্ত্র।

কিছু এলোমেলো শব্দ ------------

রাষ্ট্র, সমাজ, অপরাধী, বিচারব্যবস্থা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সানফ্লাওয়ার, সোফিয়া লোরেন, সূর্যমুখী, আবেগ, কাপুরুষতা, নৈতিকতা, পেশাদারিত্ব, রাজনীতি, মিডিয়া, বুদ্ধিজীবী।
কোন শব্দটি আগে আর কোনটি পরে বসবে এই বিভ্রান্তি নিয়ে কোন সমাধান পেলেন না কোর্ট অফ এনকয়ারি প্রধান। তাই এলোমেলোভাবেই লিখে গেলেন।

আপনার মন্তব্য