ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহর ৪৬তম মৃত্যুবার্ষিকী আজ

 প্রকাশিত: ২০১৫-০৭-১৩ ১৯:৫৭:১৮

ডেস্ক রিপোর্ট:

বাংলা সাহিত্যের প্রখ্যাত গবেষক ও বহু ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহর ৪৬তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৬৯ সালের এই দিনে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। ঢাকার কার্জন হলের কাছে ঐতিহাসিক মুসা মসজিদের পশ্চিম-উত্তর পাশে তাকে সমাহিত করা হয়।

এই জ্ঞানতাপসের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। এর মধ্যে রয়েছে কোরআন পাঠ, দোয়া মাহফিল, কবর জিয়ারত ও স্মরণসভা। 

ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ ২৪টি ভাষা আয়ত্ত করেছিলেন। ১৮টি ভাষার ওপর অসাধারণ পাণ্ডিত্য ছিল তার। তিনি ছিলেন একাধারে বহু ভাষাবিদ, গবেষক, লোকবিজ্ঞানী, অনুবাদক, পাঠক সমালোচক এবং ভাষাসংগ্রামী। ভাষা ও সাহিত্য সাধনার স্বীকৃতিস্বরূপ তৎকালীন পাকিস্তান সরকার তাকে `প্রাইড অব পারফরম্যান্স`, সম্মানে তাকে ভূষিত করে।

বাংলাদেশ সরকার তাকে একুশে পদকসহ নানা সম্মাননায় ভূষিত করে। 

আপনার মন্তব্য