
প্রকাশিত: ২০১৮-১০-১৬ ১৫:১৯:০২
আপডেট: ২০১৮-১০-১৬ ১৫:২৪:২০
নিজস্ব প্রতিবেদক:
শিল্প ও সাহিত্যের ত্রৈমাসিক ‘অনুপ্রাণন’ নভেম্বর-জানুয়ারি (৭ম বর্ষ ৪র্থ) সংখ্যার জন্যে লেখা আহ্বান করা হয়েছে।
আগামী ৩১ অক্টোবর পর্যন্ত লেখা গ্রহণ করবে ‘অনুপ্রাণন’। বিষয়টি নিশ্চিত করেছেন সাহিত্য পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক আবু এম ইউসুফ।
শিল্প অথবা সাহিত্য বিষয়ক প্রবন্ধ, ছোটগল্প, অণুগল্প, গুচ্ছ কবিতা, যুগল কবিতা, একক কবিতা, মুক্তগদ্য, বই, শিল্পকর্ম, ভাস্কর্য অথবা চলচ্চিত্র আলোচনা, সাহিত্য সংবাদ, অনুবাদ (গদ্য, গল্প ও কবিতা) সহ বিভিন্ন বিভাগে লেখা পাঠানো যাবে।
এজন্যে আগ্রহীদের অপ্রকাশিত লেখা ওয়ার্ড (ডক) ফাইলে যুক্ত করে anupranantroimas[email protected] ইমেইলে লেখা পাঠাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
আপনার মন্তব্য