প্রকাশিত: ২০১৮-১১-১২ ১৮:২৭:৪৭
মাসুদ পারভেজ:
অতঃপর স্বতঃসিদ্ধ প্রক্রিয়া শেষে তারা আমাকে শেকল পরায়
মুষ্টিবদ্ধ দু'হাত শক্ত করে আটকে দিয়েছিল
চোখ ঢেকেছিল কালো কাপড়ে
যাতে আমি দেখতে না পায়
সেদিনের উল্লসিত মাঠে অনেকেই এসেছিল
কেউ কাউকে চিনে না অনেকেই অনেককে চিনে
তারা মিছিলে এসেছিল
বারুদে ঠাসা কণ্ঠে এসে সমবেত হয়েছিল, মাঠের এধারে ওধারে
তারা এসেছিল উপভোগের জন্য :
একজন আগাগোড়া মানুষের মৃত্যু স্ব-চক্ষে দ্যাখার আবাহন তারা হেলায় ফেলা করে নি
আমি শেষবারের মত কথা বলতে চেয়েছিলাম:
অরণ্যের স্বাধীন বৃক্ষগুলোর সাথে
যাদের সাথে আমার বহুদিনের গপ্পো ছিল
যাদের শিয়রে আমি নিজেকে সমর্পণ করেছি
ইথারে ভালোবাসার কথাও তারা জানাতে দেয় নি
অতঃপর হঠাৎ আকাশ কালো হয়ে এল
দু'জন দেবদূতের আগমনে উপস্থিত সবাই খেই হারিয়ে
দু'হাত প্রসারিত করে তাদের জয়গান গাওয়া শুরুর প্রাক্কালে:
উপস্থিত জনতা ক্রোধে উন্মত্ত হয়ে
হুকুম তামিল করতে উদ্ধত জনাকয়েক অন্ধ ও বোবা
সিপাহীদের গর্দান নিয়ে নিল
জনতার মাঝে উঠা গর্জনকারীদের দাবি
আরও একবার কবিতার ভেলা ভাসানো হোক :
শান্ত সমুদ্রের মাঝে কবিতার ডিঙি নাও
যাচ্ছে এগিয়ে;
মানুষের বিলাপ আর আনন্দের সোৎসাহে
অতঃপর কবি নিজেকে গুটিয়ে নেয়
কবিতার খেরোখাতা ছড়িয়ে
দ্রোহ আর প্রেমের বারতা দিয়ে
আপনার মন্তব্য