সুমনকুমার দাশের ‘বাউলের আখড়ায় ফকিরের ডেরায়’ প্রকাশিত

 প্রকাশিত: ২০১৯-০৫-০৬ ২২:৩৭:১৪

সিলেটটুডে ডেস্ক:

লোকসংস্কৃতি গবেষক ও প্রাবন্ধিক সুমনকুমার দাশের রচিত ‘বাউলের আখড়ায় ফকিরের ডেরায়’ নামের একটি বই প্রকাশ করেছে প্রথমা প্রকাশন। এটি সিলেটসহ দেশের বিভিন্ন বইয়ের দোকানে কিনতে পাওয়া যাচ্ছে। বইয়ের দাম রাখা হয়েছে ২৪০ টাকা। প্রচ্ছদ করেছেন চিত্রশিল্পী মাসুক হেলাল।

বাংলার গ্রামে-গঞ্জে সাধক-বাউল-ফকির-মহাজন-তান্ত্রিক-উপাসকেরা নীরবে-নিভৃতে নিজস্ব এক দর্শনের ধারা বহন করে চলেছেন। লোকচক্ষুর আড়ালে লালন করেছেন সাধনকেন্দ্রিক গুহ্য একটি মরমি দর্শন বা মতবাদ। লোকসংস্কৃতি গবেষক সুমনকুমার দাশ মেলা-উৎসব-ওরস, মাজার-মন্দির-শ্মশান, ফকিরের ডেরা, বাউলের আখড়া আর গ্রামীণ জনপদ ঘুরে সেই প্রান্তিক লোকসাধকদের বৃত্তান্ত তুলে এনেছেন, পাঠককে যা গভীরভাবে স্পর্শ করবে। এ বইয়ে রয়েছে আমাদের প্রান্তবাসী সাধকদের সেই অচেনা ভুবনের আশ্চর্য ও কৌতূহলোদ্দীপক গল্প।

আপনার মন্তব্য