চিত্তে বঙ্গবন্ধু

 প্রকাশিত: ২০১৯-০৫-৩১ ২২:২৪:৪৯

আরশাদ খান:

জীবন আমার পূর্ণ হয়েছে তখন, যখন আমি তোমাকে দেখেছি,
যখন রং তুলিতে স্বপ্নের মানচিত্র আঁকতে চেয়েছি,
তুমি আমায় হাত ধরে তা শিখিয়েছো,
হিংসা, দ্বেষ, ক্রোধের অমানিশায় ডুবে থাকা চিত্তরে ভালোবাসার বিত্ত বানিয়েছো।

অন্যায়, অত্যাচার, অবিচারের ঘাটে ন্যায়ের নোঙ্গর ভিড়িয়েছো,
অসাম্যের সাথে আলিঙ্গন ছেড়ে সাম্যের সমুদ্রে স্নান করেছো,
আলোকবর্তিকা হয়ে যে আলোতে পথ চলতে শিখিয়েছো তা কখনও ম্রিয়মাণ নয়।

দরাজ কণ্ঠে যে মুক্তির কথা বলেছো, তা আজও আকণ্ঠ উচ্চারিত।
দুর্বল হাতে ন্যায়ের বৈঠা তুলে দিয়ে মননকে মানুষ করেছো।
কালো মুজিব কোটে তোমাকেই মানায়-আর কাউকেই নয়।
কালো ফ্রেমের চশমায় তোমার মুখ- বাংলাদেশের প্রতিচ্ছবি সবসময় সব জায়গায়
তুমি অন্য কেউ নও-তুমি বঙ্গবন্ধু।

তোমাকে যারা হত্যা করেছে তারা তোমাকে হত্যা করেনি,
মরেছি আমরা-বেঁচে আছো তুমি
তোমার চোখেই এখনও আমরা তাকাই,
তোমার বুকে এখনও আমরা মাথা ঠেকাই,
তোমার হাসিতে এখনও আমরা কান্না খুঁজে পাই।
কারণ, তুমিতো কাঁদতে ভিতরে হাসতে উপরে,
জানি হাসতে চাইলেও হাসতে পারোনি,
তুমি নেই-কিন্তু আমাদের জাগিয়ে রেখেছো।

যদি তুমি থাকতে হয়ত আমরা তোমার কোলে ঘুমিয়ে পড়তাম,
বাবা বলে কথা,
তোমাকে অনেক স্মরণ করি বঙ্গবন্ধু,
ওদেরকে কখনও ক্ষমা করব না, যারা তোমাকে বুলেটবিদ্ধ করেছে,
আমরা তোমার মতো ক্ষমা করতে জানি না।
আর পারবও না।
ভালো থেকো বঙ্গবন্ধু।

আপনার মন্তব্য