প্রকাশিত: ২০১৯-১২-১৭ ১২:৪২:৩৫
মাসুদ পারভেজ:
নিকট অতীতের দুর্মর পথ পেরিয়ে আমার সহজাত সময়
যূথবদ্ধতা পেরোতে না পারার দুঃসহ যাতনা আমাকে ঋদ্ধ করেছে বলে
একা হেঁটে বেড়ানোর সহজ স্বপ্নে আমি বুঁদ হয়ে আছি;
লাল-সবুজের গালিচায় বিড়ালের পদধ্বনিতে মর্মাহত জেনো
নিকট অতীতের সেতুতে আমি হেঁটেছি বলে, হে সময়
এই মুখরতার নির্জীবতায় আমার দম বন্ধ হয়ে আসে দ্রুতলয়ে
এই বিশ্বভূমে আমি এক পথিক, জেনো এই অস্তাচল কেটে গেলে
ভাতের অভাবে মানুষ মরবে না। মরবে দারুণ অবহেলাজনিত হেতুয়।
নিকট অতীতের সোনালি দুঃখ আমাকে ভালোবেসেছে বলে, হে সময়
এই সাজানো-গোছানো বাগানের মালি আজ পরাভূত হতে চলেছে।
তবুও আশা রাখি এই অন্ধকারে পা টলবে না দুরাশায়
সূর্য আমাকে কথা দিয়েছে:
কাল সকালে রাঙাবে ঠিকই।
নিকট অতীতে বুঁদ হয়েছি বলে-
এইসব দিনকাল আগামীর রূপরেখা নতুবা
সাদা আগামীতে আমার কবিতা হেসে বেড়াবে;
দ্বিগুণ স্বরে তোমাদের ভালোবাসবে।
জেনে রেখো,
আমার কবিতা তোমাদের পাথেয় হয়ে থাকবে।
আপনার মন্তব্য