কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর মৃত্যুবার্ষিকী

 প্রকাশিত: ২০১৯-১২-২৫ ০১:০১:৫০

সিলেটটুডে ডেস্ক:

‘অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল...’ কবিতার কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর মৃত্যুবার্ষিকী আজ। ২০১৮ সালের ২৫ ডিসেম্বর দক্ষিণ কলকাতার মুকুন্দপুরে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কবি।

১৯২৪ সালের ১৯ অক্টোবর তৎকালীন অবিভক্ত ভারতের ফরিদপুরে জন্মগ্রহণ করেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। সেখানে পাঠশালায় প্রাথমিক পড়াশোনা শেষে ১৯৩০ সালে পরিবারের সঙ্গে কলকাতায় চলে যান। শহরের মিত্র ইন্সটিটিউশন, বঙ্গবাসী এবং সেন্ট পলস কলেজে পড়াশোনা শেষে ১৯৫১ সালে যোগ দেন আনন্দবাজার পত্রিকায়।

দীর্ঘ সময় তিনি ‘আনন্দমেলা’ পত্রিকা সম্পাদনা করেছেন। কবিতার পাশাপাশি নীরেন্দ্রনাথ চক্রবর্তী ছিলেন ছড়াকার, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, গদ্যকার, গোয়েন্দা লেখক, শিশুসাহিত্যিক, ভ্রমণ কাহিনীর লেখক, সম্পাদক এবং বানান বিশেষজ্ঞ।

১৯৫৪ সালে প্রকাশ পায় তার প্রথম কবিতার বই ‘নীল নির্জন’। এরপর একে একে প্রকাশ পায় ‘অন্ধকার বারান্দা’, ‘নিরক্ত করবী’, ‘নক্ষত্র জয়ের জন্য’, ‘আজ সকালে’ সহ অন্যান্য বই।

পেয়েছেন আনন্দ পুরস্কার, সাহিত্য একাডিমি পুরস্কার। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কবিতা ‘অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল...’ ও ‘রাজা তোর কাপড় কোথায়...’ রীতিমতো প্রবাদে পরিণত হয়ে গেছে।

আপনার মন্তব্য