সাক্ষী ছিল হাওয়ার পানি

 প্রকাশিত: ২০১৯-১২-২৯ ১২:৩৬:২৭

মাসুদ পারভেজ:

বাতাস জানে তার সত্তায় হাল্লাজের অস্তিত্ব
নদীও জানে তার নীলে মিশে আছে হাল্লাজের কবিতা
গোলাপের লাল মিশেছে হাল্লাজের পবিত্র রক্তে
মনের কাবা যেথায় ভেঙেছে পরম সত্যের ডাকে:
জিভ সেথায় সাক্ষ্য দেয় অবিরাম
প্রেমাষ্পদ যার স্বয়ং খোদা-
বলো, কিভাবে তাঁকে হেলা করা যায়!

আগুনে খেলার হে বংশীবাদক,
কতটুকু পুড়িয়েছ নিজেকে কতটা সঁপেছ মনের
অলি-গলি আর কতটা সঁপে নিজেকে করেছো বিলীন
সুফিবাদের ইত্যবসরে যারা করেছে নিদারুণ হেলা;
তাদের মনে রাখি নি আমরা-
যেখানে প্রেমালিঙ্গণ পেয়ে যায় দুর্নিবার গতি,
সেখানে শিবলীর গোলাপ বাজায় বিষের বাঁশি।

আপনার মন্তব্য