সমীকরণ সিদ্ধ নয়

 প্রকাশিত: ২০২০-০১-০৯ ২২:৩৫:২৭

ডা. গোলাম রহমান ব্রাইট:

গভীর নিমগ্নতায় ডুবে কল্পনাতে তোমায় খুঁজি
সত্যের নির্মম নিপীড়নে আকস্মিক প্রস্থান বুঝি
শিকড় হতে উত্থিত আলপনা বিস্ময়ের মোড়ক খুলি
নির্মম একাকিত্বের কল্পনা বিগলিত হাসিতে ভুলি।

উজানে পালতোলা নৌকায় বৃথাই দাঁড়ানোর নেশা
অপাংক্তেয় বানের জলে ভুলে যেতে বসেছি পেশা
বিদ্রূপের হাসি ফুঁসে উঠে দাম্ভিকতা প্রকট হয়েছে
নিজেকে অচেনা মনে হয় ভগ্ন হৃদয় থমকে রয়েছে।

বনবীথিকার বিষণ্ণ মর্মরে শুকনো পাতার মতো
জড়িয়ে থাকা মায়াজালে বাঙময় হয়ে রবে কতো
উৎকট রূপ ধারণ করে অপলক তাকিয়ে থাকি
একাকিত্ব সময়ে প্রাণহীন অনেকটা পথ আছে বাকি।

খুলে দিয়ে দখিনা বাতায়ন অবাক নয়নে হারালাম
সুখ পিয়াসী মন উঠোনে দুঃস্বপ্নেই ঘুরে দাঁড়ালাম
আপন ঘরে চোরাগলির রূপছ'টায় উদ্ভাসিত প্রাণ
বেরিয়ে আসে হৃদয়- স্পন্দন বুক ভরা সুরভি ঘ্রাণ।

তনুর তিমিরে নির্মম ক্লেদে আজো মিথ্যে প্রদীপ জ্বালি
অনুভূতির দেয়ালে বিবর্ণ বেদনা সাদা হরফের কালি
অন্তর্জালের স্রোতে বিভ্রান্ত মনে তবু রিক্ত প্রহর কাটে
কোন সমীকরণ সিদ্ধ নয় জানি তুমি হীনা তটিনীর ঘাটে।

আপনার মন্তব্য