আধোঘুমে ব্যাবিলনের শূন্য উদ্যানে

 প্রকাশিত: ২০২০-০১-২১ ১২:১১:৪৫

মাসুদ পারভেজ:

আধোঘুম ভেঙে গেলে আমি হেঁটে বেড়ায় ব্যাবিলনের শূন্য উদ্যানের কার্নিশ বেয়ে
নীলযাত্রার এই উদযাপনে হৃদয় আমার আহত হয়
অতঃপর সারিসারি লাশে মৃত কাফন আমার অঙ্গে
লাল টুকটুকে বেনারসি হয়ে ভেসে যায়

তারপর চারিদিক শূন্যতা, বিধ্বস্ত ঘর-সংসার
সারাদিনের অপেক্ষাতে মলিন ছায়া
ছায়াদের অগ্রবর্তী দল হারিয়ে ফেলে নিজেদের
যেন দুপুরবেলায় ভাতঘুম দিতে দিতে সারা

এইটুকুন জীবন, গাদাগাদি করে নিঃশ্বাস সামলে
গুটিকয়েক মানুষ নিঃশব্দ কলতান পেরোতে পারে
পথিমধ্যে অনেকেই পথ হারিয়ে ফেলে
সী-মোরগের দরবারে তারা যেতে পারে না
না খিজির তাদের দেখা দিয়েছে
না আবে হায়াত তাদের আশ্বস্ত করেছে

তবুও পরিযায়ী পাখির সমাবেশ চলে
নিঃস্ব চুম্বনের মাতালস্বাদ গলাধঃকরণ করবে বলে;
ওষ্ঠ হেসে যায় শরাবের অশ্রু মুছে
ব্যাবিলনের শূন্যে উড়াউড়ি শেষে
ক্লান্ত হয়ে ডানা ঝাপটায়
তারাই জানে, কে তাদের হাতছানি দিচ্ছে অনন্তের জীবন

আপনার মন্তব্য