সমকালীন বচসা

 প্রকাশিত: ২০২০-০১-২৫ ১৯:১৫:২০

মাসুদ পারভেজ:

সমুদ্রসম স্বপ্ন নিয়ে তপ্ত মরুর বুক অতিক্রম করে চলছি
চোখ দূ'জোড়ায় শুধু বালির চিকচিক আভা
অবারিত খেজুরগাছের সারি
আর গুপ্তধনের নেশা;
ফণা ধরে, বালির ভাজে ভাজে
অপেক্ষায় আছে অগণিত
অনতিদূর পথে মণিরত্নখচিত বাকশো
আমায় ডাকে নির্ভেজাল আবাহনে
উড়ে যায় উড়িয়ে নিয়ে যায়;
আমার স্বপ্নালু মনের অলিন্দ
অত:পর ইতস্ততভাবে, ভাবি এটার শেষ কোথায়!
তখনি মরুরঝড় বয়ে যায়
প্রলয়ে মাতি তখন
আমায় পেয়ে বসে;
তখনি আমার সম্বিত ফিরে আসে;
নিজেকে দেখি
ছায়াঘন বুকে পতঙ্গপালের সাথে;
উড়ে যাওয়ার বাহানা করছি;
আমার আজন্ম সাধ সুদূরবিস্তৃত পথ চলছি
কিন্তু যে স্বপ্ন নিয়ে আশায় বসত গড়েছি
বহুকাল আগে;
সেটার পূরণ হোক তা চাইছি না;
এ আশায় আমি আচ্ছাদন দিয়ে রেখেছি নিজেকে।

আপনার মন্তব্য