প্রকাশিত: ২০২০-০২-১২ ১৬:০৪:৩৪
মাসুদ পারভেজ:
সে রাতে তোমাকে লেখা চিঠিগুচ্ছ বেণীতে রেখো
তোমাকে দেওয়া ভালোবাসার পদাবলি যত্নে রেখো
খোলাচুল তোমার, যেন আমার শব্দের সাথে দোলে
সে রাতে লেখা ভোরের কাব্য তুমি মনে রেখো
বুকেতে বোনা খাঁচা ভেঙে গ্যালে আমার কবিতা
তোমার জন্য নিয়ে আসবে ফুলের পাপড়ির সুবাস
হাত বাড়িয়ে পাপড়ির সাথে কথা বলো আর আমায় ভুলে যেয়ো
সে রাতে তোমার জুড়ে দেওয়া কান্নার ভীষণ অনুরাগ
আমার বুক শূন্য করে মরূদ্যানে
যমযম কূপের মতোন অনর্গল
আমরা পৌঁছে গিয়েছিলাম অসুর বধে
সকালের আলো আমাদের আলোকিত করতে পারে নি
না আমরা সূর্যকে ভয় পেয়েছিলাম;
থাকুক কিছু অস্পষ্টতা কিছুটা দ্ব্যর্থতা
সময় মনে করিয়ে দেয়-
তোমাকে ভালোবেসেছিলাম সেই ভয়াল রাতে
আপনার মন্তব্য