আমাকে চিনে রাখো

 প্রকাশিত: ২০২০-০৩-১৩ ০১:৪০:১৪

মাসুদ পারভেজ:

তোমাদের দিকে তাকিয়ে থাকি অসীম শূন্যতায়
অনেক সত্তার বাঁক পেরিয়ে একবুক নির্জনতায়
আমি তো গোলাপের বুকচিরে বেরোনো লালজামা
কাফন থেকে জেগে উঠা শহিদী গাছ
কাঁটায় বিঁধে থাকা নাজিম হিকমত আর
সদ্য কৈশোর পেরোনো পাবলো নেরুদার একটি হতাশার গান

আমি বসন্তের বাতাসে ঈসার মত উঠি না জেগে
মরিয়মের শুদ্ধস্বর যদিও আমাকে নাড়া দিয়ে যায়
বাতাসে ভেসে আসা ইথারে রাখা আমার কান
অবিরাম শুনে যাই হাল্লাজের অবিনাশী ডাক

ঘাসের ভারে নুয়ে পড়া আদিম পায়ের ছাপ
লেগে থাকা জঞ্জাল, পাখির সমাবেশ
আত্তারের বুকে ভেসে উঠে খৈয়ামের আঙ্গুরবাগান
আনন্দবাগানে ভরপুর আয়োজন;
রুমী নেচে চলে স্বর্গীয় নৃত্যের তালে-তালে

আমাকে পৃথক করো না জড়িয়ো না আমাকে
এইসব ছোঁয়া না ছোঁয়া পেরিয়ে শূন্যতা বুকে নিয়ে
একরাশ মুগ্ধতা জলের মতোন সহজ;
আমি বেঁচে আছি বুদ্ধ হবো বলে।
হায়! বুদ্ধ আমাকে ছেড়ে গিয়েছে চলে।

আপনার মন্তব্য