প্রকাশিত: ২০২০-০৩-২৪ ০১:২১:৫৪
মাসুদ পারভেজ:
শাদা কফিনে দুঃসাহসিক নৈঃশব্দ্যে তনু জেগে আছে জলপাইবনে, কোল ঘেঁষে
ঘাসের সরু আল বেয়ে সবুজ পাতার মর্মভেদী মূলে
তনু। জলপাইবনের অশরীরী ভূত তনুর ঘাড় মটকে দিয়েছে বলে আমাদের জানানো হয়েছে। প্রথমে আমরা বিশ্বাস করি নি। কিন্তু আবার অবিশ্বাসও করি নি। আমরা বেশ ক'দিন রাস্তায় ছিলাম। নানা স্লোগানে অন্যরকম বাংলাদেশে চেয়েছিলাম। কিন্তু রাষ্ট্রের সবিশেষ ক্ষতি হচ্ছে বলে আমাদের জানানোর পরে আমরা ঘরে ফিরেছি; যে যার যার কাজের মায়ায়।
তনু। যে শিকার হয়েছিল জলপাই বনে।
আদিমতম বর্বরতার পরে তাকে সুন্দরভাবে হত্যা করে
তার শাদারক্ত পান করেছিল কতিপয় ভূত।
তারা ধরাকে সরা জ্ঞান করে আজও ব্ল্যাকহোলের মত
আলো ছড়িয়ে যাচ্ছে।
তনু। প্রাণোচ্ছল মেয়েটির স্বপ্ন বুকে নিয়ে দিনাতিপাত করছে মা-বাবা। এটা-সেটা জানাতে জানাতে তাদের অনুভূতি প্রাণ হারিয়েছে। ফুরিয়ে যাচ্ছে চোখের নোনা জল। আর এই ফাঁকেফাঁকে রাষ্ট্র হয়ে গেছে:
সোহাগী জাহান তনু হত্যাকারীদের একটা সোনালি লোম ছেড়ার দু:সাহস কারও নেই।
তনু। জলপাইবনে যাওয়ার দুর্ভাগ্য যদি কপালে থাকে
তাহলে, সুচারুরূপে লাগানো ঘাস, সারিসারি সবুজ গাছ ও সোডিয়াম লাইটগুলোকে জিজ্ঞেস করবো;
তোমাকে কারা মেরেছিল
অশরীরী ভূত নাকি পোশাক পরিহিত জানোয়ার।
আপনার মন্তব্য