নিস্তব্ধতার আগমনী সুর

 প্রকাশিত: ২০২০-০৩-২৭ ২০:২২:২৯

মাসুদ পারভেজ:

মানুষের এই বেহালদশা ফুরিয়ে এলে
রাষ্ট্রের ভূমিকা হয়তোবা গৌণ হয়ে যাবে
মানুষ বাঁচাতে মানুষ সরব হবে;
হয়তোবা বসুন্ধরা একদিন পুরোপুরি মানুষের হবে
কাঁটাতারের বিশালতা মাড়িয়ে সবান্ধব আলিঙ্গনে
তেতে উঠবে

এই নিশিরাত শেষে যে সূর্য আকাশে আলো দিবে
সে রৌদ্রজ্জ্বল সময় আগামীকাল বিনির্মাণ করবে
মানুষের শরীরে শক্তিমান সূর্যের অবিনাশী আবাহন
মানুষকে রেহাই দিবে, যতসব অসুর বধ হবে

রাষ্ট্রের এই আকার এই নিরাকার
এই অনুভূতি এই মলিন মখমল
এই দোষারোপ এই এড়িয়ে যাওয়ার সুফল
মানুষ একদিন সমস্তশক্তি নিয়ে দ্রোহ করবে;
মানুষ মানুষের জন্য মানবিক আবাসস্থল গড়ে তুলবে
প্রাণ সেখানে প্রাধান্য পাবে

সমস্ত খেল শেষ হলে নতুনদিনের সূর্যে
আমাদের আলোকিত মুহূর্ত অগণন ফুলের সুবাসে
ছড়িয়ে যাবে সকল রুগ্নশরীরে
বেয়ে-বেয়ে উপচানো মুহূর্তে মানুষ;
অমানুষের যবনিকা ঘটাবে।

আপনার মন্তব্য